আমি এক সাদামাটা ছেলে। লিখতে বসার আগে মনে হচ্ছিল আসলে লিখে কি হবে। যা হওয়ার তা কি আর আটকানো যাবে? তার পরও আমার বিক্ষুব্ধ মন আমাকে লিখতে বসাল। টিপাইমুখ নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই ইতিমধ্যে এটি নিয়ে জেনে গেছেন ।
বিষয় হচ্ছে আমাদের আমজনতার কথা, যারা অসহায়ের মত তাকিয়ে দেখছে কি করে একটি দেশ জনদাবি উপেক্ষা করে পরিবেশ, জীববৈচিত্র্য ও দুটি দেশের জন্য ক্ষতিকর একটি প্রোজেক্ট বাস্তবায়ন করে চলেছে সে দেশের তাঁবেদারদের সহায়তায়। অক্ষম ক্রোধে ভেতরটা জ্বলতে থাকে। ফারাক্কা বাঁধ এদেশের কতটা ক্ষতি করেছে সেটাও যেখানে আমাদের নতুন করে দেখার দরকার সেখানে এদেশের ভারতীয় তাঁবেদারগণ চোখ বুজে ভারতকে প্রকারান্তরে সমর্থন যুগিয়ে যাচ্ছেন। জানিনা আর কত এসব দেখতে হবে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।