টিপাইমুখ টিপাইমুখ,
চারিদিকে ছুঁক ছুঁক।
নানা মুণীর নানা মত
কেউ বা অমত কেউ সহমত।
কেউ বলে এ মরণ ফাঁদ
কেউ বা বলে দারুণ বাঁধ।
শুনি এবং ভাবি
আমি অধম কবি।
ফুটছে শুধু কথার খই।
জেনে শুনে দেখে বুঝে
কওনা কথা ভাই!
মোরা ভয় কি তাকে পাই?
’৭১ এ বন্ধু ছিলি
ভুলিনি সে কথা।
তাই বলে কি তোদের কাছে
বিকিয়ে দেব মাথা?
বিজ্ঞ জনে বলে যদি
ক্ষতিই হবে বেশী,
ভারত তোদের কী যে হবে!
করিস না লোভ বেশী।
রাখী খুলে বাংলাদেশী
ধরবে হাতে লাঠি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।