আমাদের কথা খুঁজে নিন

   

মায়ার হাতে হাত রেখেছি

এক অভিসারের রাতে তোমায় হারিয়েছিলাম আমি , বিষয়টা উলটো করে বললে ঠিক হতো তবে তা সাধারণের জন্য । অসাধারণ তোমার কাছে আমার মূল্যই বা কি ! তাই তুমি আমায় হারাতে পারোনি হারিয়েছি আমিই । হয়তো ভুলেই গেছো আমাকে বড়জোর কোন দাসীর চাকরি গেছে , হাজারো হীরে মানিকে ঘেরা তোমার সাজঘর সামান্য মুক্তোর মালার কিই না কদর তোমার কাছে ? রাজকন্যা , খুব ভালোবাসতাম তোমায় , সোনার গয়না বাক্সে শুয়ে তোমার কণ্ঠে জড়াবার সাধ ছিলো । কি সুন্দর তুমি ! ওই সুন্দরের ছোঁয়ায় নিজেকে ভাবতাম খুব এতো অহমিকা তোমার ! ওই গর্বিত গ্রীবায় আমায় জড়াতেই সুখ । প্রথম যখন আমায় জড়ালে , তখন যুদ্ধজয়ের আনন্দ আমার , অন্য গয়নারা মুখ টিপে হেসেছিলো তাচ্ছিল্য করেছিলাম তাদের । এতো ঈর্ষা ওদের ! আমি ভেবেই নিয়েছিলাম মুগ্ধতা দেবে তুমি । হয়নি কিছুই , আমি তোমার কাছে শুধুই এক প্রহরের সাজ ! একা অন্ধকারে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তোমার , একবারও মনে পরেনি আমায় ! ভোর হতেই এক দাসীর হাত ছুঁলো আমায় কি আনন্দ তার চোখে হাতে মুখে , চমকে উঠলাম জানো রাজকন্যা কঙ্কাবতী থেকে এক মুহূর্তে ঘুঁটে কুঁড়োনির গলায় , কি গভীর মমতায় জড়ালো আমায় ! আমি দ্বিতীয় বারের মতো প্রেম এ পড়লাম । এতো মায়ায় কেউ বাঁধবে ভাবিনি , এতো মূল্যবান কেউ হয়ে যাবো নিমিষে ! আয়নায় মাতামাতি দেখতে কতো জোনাক সন্ধ্যা হেলায় হারিয়েছি ! আজ আয়না আমার ; কঙ্কাবতী , তোমার প্রাসাদের ঝলমলে আলোর না হোক ভাঙা আরশির নিভু আলোর মাঝে শুধুই আমি । ভুলে গিয়েছো রাজকন্যা ? ভুলেই থেকো , ভুল করেও ভেবোনা আমায় - আমি ভালোবাসার হাত ধরেছি , মায়ারও । ০৪/০১/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।