আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব
ফেসবুকে হাসিনার মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেওয়ার কারনে জাহাঙ্গীরনগরের এক শিক্ষক এর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত । আদালত সত্ব প্রোনোদিত হয়ে তাকে রুল করে কেন তিনি স্ট্যাটাস দিয়েছেন তাই ।
হাসিনার মৃত্যু কামনার কারনে যদি আদালত এই শাস্তি দেয়্ তাহলে " তিতাস " নদী কে হত্যার দায়ে আদালত কি শাস্তি দেবে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিদের ।
কেন আজও "আদালত" নিরব ?, কেন একটি নদীকে হত্যার দেড় বৎসরের মধ্যে কোনো এক দিন স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কে রুল করতে দেখা যায় নি ?
কেন টিপাইমুখি নিয়ে সরকারের নিসচুপ ব্যাবহার কে জবাব দিতে হয় না ?
ধিক্কার , ধিক্কার জাতির বিবেক সেই আদালত কে যারা নিজের কোনো বিবেক নেই ।
তাই আজ আমিও মৃত্যু কামনা করছি শেখ হাসিনার যিনি নিজ হতে হত্যা করেছেন তিতাস , নিজ হাতে জলাঞ্জলি দিয়েছেন সার্বভৌমত্ব ।
আমি মৃত্যু কামনা করছি দালাল গহর রিজভি র যে ট্রানজিট কে তার শ্বশুর বাড়ির আবদার মনে করে ।
আমি মৃত্যু কামনা করছি দালাল মহিউদ্দিন এর যে টিপাইমুখি বাধের যৌক্তিকতা নিয়ে কথা বলার সাহস পায় ।
আমি মৃত্যু কামনা করছি বৃদ্ধ রাস্ট্রপ্রতি !! জিল্লুর এর যে খুনের আসামী কে রাস্ট্রপ্রটি !! ক্ষমার ঘোষণা দেয়।
আমি মৃত্যু কামনা করছি আমি কেন আমি পরাধীন দেশে বাস করে স্বাধীনতার মিথ্যা গান গাই ।
জাতির বিবেক ""আদালত "'
আমাকে এতগুলো মৃত্যু কামনা ও আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য মৃত্যুদণ্ডে দন্ডিত করে তার বিবেক কে সমুজ্জলিত করবেন ।
এই আশা করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।