মুখভার করে আছে আজ আকাশ। কেউ মুখভার করে থাকলে ভালো লাগেনা। সে প্রিয়জনদের কেউ হোক কিংবা অফিসের কলিগ, আর এতো মাথার উপর বিশাল আকাশ। আকাশের এরকম চেহারা আগেও তো দেখেছি অনেক, মুখভার বলেতো মনে হয়নি। আজ এরকম লাগছে কেন? নাকি এ আমারি মনের ভেতরের প্রতিফলন আমি দেখছি আকাশের মুখে? প্রকৃতির সাথে এভাবেই মানুষ মিশে যায় বোধ হয়। আজ যদি ঝলমলে রোদ থাকতো তবে কি আমার মন কিঞ্চিত ভালো থাকতো? তাতো মনে হয় না। আজ আমার মনের কুয়াশার সাথে মিশে গেছে আকাশের মেঘ। মিলেমিশে আমার মনের কুয়াশা আরো ঘনিভুত হচ্ছে। হোক, আজকের দিনটা না হয় এভাবেই কাটুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।