আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের ডাক

তুমি কোথা্ও যবে না । যদি আকাশ ডাকে আমায় ? তবে মেঘেদের বলবে তুমি যেন অঝর ধারায় বৃষ্টি নামায় । যদি শঙ্খ চিল ডাকে ? তুমি চেয়ে থেকো ঐ দূরে যেখানে মিশেছে নদীর ঢেউ ঐ খানে ঐ বালু চরে । যদি ফোটে ফুল প্রজাপতি ওড়ে মেলতে চায় ডানা , মিশতে চা্ও তুমি ঐ দলে ? করবো না আমি মানা । তুমি রয়ে যাবে চির দিন যাবেনা কোথা্ও আর , এই বসন্ত শিমুল ,পলাশ সব সব কিছুই তোমার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।