ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
আকাশের কাজ কি তা নিয়ে কবিকূল পাখিকূল দুইটা রোয়া ওঠা কুকুর
ঢালিউড ব্যানারে ঢাকা নতুন রিকশা আর হোটেল লাবনীর রিসিপশনিস্ট
মেয়েটার মাঝে নিদারুন মতদ্বৈততা থাকতে পারে ।
তবে পৌরাণিক প্রাচীন যুগে সরীসৃপ দাপানো নব্য পৃথিবীর অনুর্বর অমসৃন
ত্বক ঢাকতো অপরিচিত আকাশে ধুলা আর সালফার কণাতে ।
টাইরেনোসোরাসরা ধূসর ময়লা ভীতিকর আকাশ দেখতো দিনভর
তাদের হৃদপিন্ডতলে ডারউইনীয় সারভাইভাল ছাড়া নীলাভ কঠিন
স্তরীভুত বেদনা কষ্টের কাঠ কয়লা আঁকা নিঁখুত প্রতিকৃতি বিষবষ্পে
উপাদেয় হতাশা সবই অনুপস্থিত ।
এখন সবার অস্তিত্ব ঢাকা নীলাভ নীল শুন্যতা আর মাঝে মাঝে
নীলাভ নীল শূন্যতা আর মাঝে মাঝে গদ্যময় পানিচক্রহেতু
শুভ্র অনন্ত হতে ফোটা ফুলের মত কবিতা জড়ানো মেঘ ।
মানব প্রজাতির ভাগ্যে কেন এই নীল চাদর বিভ্রম আর আশা
নিরাশার বৈপরিত্ব ছাপিয়ে সকল কিছুর উপমা আর উপমান্বিত
হওয়া?হাজারটা সৌর বছর ধরে হতাশাবাদী আত্নহননের প্রত্যাদেশপ্রাপ্ত
মানব মনরা একটু একটু করে আকাশকে রাঙ্গিয়েছে আকাশ এখন
রোদের মত উজ্জ্বল আর পৌরাণিক কাল হতে যাতনা আর পুনরাবৃত্ত
কষ্টভারে ন্ব্যুজ নীল ।
আকাশের কাজ তবে
ছাড়া মেঘের মুক্ত উড্ডয়ন নির্নয় নয়
প্রেমাতুর গর্দভদের প্রিয়ার শরীর সম্পর্কিত উপমাও নয়
আশ্রয় নয় পচা গলা মনুষ্য মনের শব গন্ধের
জোছনা সমূহের প্রেক্ষাপটও নয়
বিষুবরেখাগামী তুন্দ্রা অঞ্চলীয় পাখিকূলের বান্ধব নয়
অথবা কয়লা পোড়ানো গ্রীন হাঊজ গ্যাসে নষ্ট হওয়াও নয়
আকাশের কাজ তবে সৌন্দর্যের সংজ্ঞা আর সুন্দর বিশ্বাস উদগত
অলস আবেগ জমার ক্ষেত্রও নয়
আদিগন্ত সবুজ প্রান্তরে নষ্টালজিক ছাতার মত বিভ্রমও নয়
আকাশের একমাত্র রীতিবদ্ধ কাজ
আকাশ এক বিস্তৃত আস্তাকূড় মানবিক কষ্টস্তুপের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।