আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের মন খারাপ

রাতের উপর ভর করে আরেক নিশি/আঁধারের চারপাশে বসত করে গুমোট অন্ধকার।

আজ আকাশের মন খারাপ! সারাটা দিন মুখ কালো করে রেখেছে, কাঁদ কাঁদ মেঘমালা স্থবির গুমোট ভাব ধরেছে যেন কান্নার জলে ভাসিয়ে নেবে শহরটাকে। আচ্ছা,আকাশ!তোমার মন খারাপ কেন? সূর্যটা সারাটা দিন লুকিয়ে ছিল আড়ালে, তার ভাস্বর দ্যূতি তোমার দুঃখ ছাপিয়ে- পৌছায়নি মর্ত্যে। কেন তুমি কুড়ে কুড়ে পুড়ছো? দেখ,প্রফুটিত ফুলগুলো সৌরভ ছড়িয়েছে মন মাতানো সৌরভে ভ্রমর এসেছে, এসে ধরেছে ফুলের হাত। আর তুমি কিনা মন খারাপ করে আছো? তুমি কাঁদবে বলে পুরো শহরের মন খারাপ কর্মব্যস্ত শহরের মানুষগুলো বসে আছে- তুমি কাঁদবে বলে। আকাশ বলে,'আমি কাঁদলে শহরের মানুষ আনন্দ পায়- নানা আয়োজন করে,ইলিশ-খিচুরি খায়।' পাখিটা বলে,'এটাই প্রকৃতির বিধান-সাম্যাবস্থা একের যত আনন্দ,অপরের দুঃখে।' আর কেন দিগন্তে না তোমার সাথে সমুদ্রের ভাব? আকাশ বলে,'যদি পারো দিগন্তে এসে ছুয়ে দেখো- আমার হাত' পাখিটা উড়ে যায় দিগন্ত পানে,ছুটে চলে; দিগন্তের সন্ধান আর মেলে না। আকাশকে বলে,'কোথা তুমি সমুদ্রের সাথে মিতালি গড়েছো?' আকাশ বলে,'ওতো মরীচিকা,আমি বড়োই একা!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।