আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট করে ইউটিউব ভিডিওটি দেখুন......

^^^^^^^^^ দেশপ্রেমিক যারা তারা কষ্ট করে অডিও সহ ভিডিওটি দেখুন, ,,,,,,, ভিডিও শেষ হলে একটু চিন্তা করে দেখবেন তারা ভারী জিনিস পরিবহন করার জন্য কত রকমের পরিকল্পনা করেছে। কত সময় ব্যয় করেছে, কত মিলিয়ন ডলার খরচ করেছে। কিভাবে তাদের রাস্তাঘাটকে পরিণত করেছে ভার সওয়ার মত করে। যতটুকু সম্ভব নৌপথে পরিব হন করেছে, নৌপথে স্পেসাল বার্জ ইউজ করেছে, পরিবেশের বিশেষ ক্ষতি না করেই। ৮০ ফিট X ২৬ ফিট মূল ক্যারিয়ারের আয়তন। মোট টায়ারের সংখ্যা ৩৮৪। আর ওজন ১১৫৭ টন! ভেবে দেখুন দেশের প্রতি মায়া আছে বলেই তারা নিজের দেশের রাস্তা-ঘাট-ব্রিজ-নদীর কোন ক্ষতি না হয় এমনভাবে ভারী পণ্য পরিবহন করেছে, অনেক সময় নিয়ে, বিশাল কর্ম যজ্ঞের মাধ্যমে। আর আমরা কি করি? নিজের দেশের স্বার্থ না ভেবে খুব তাড়াহুড়ো করে নদী ভরাট করে অন্যকে ভারীযানবাহন চলাচলের ব্যবস্থা করে দিই। মাঝে মাঝে নিজেদের বোকামী দেখে নিজেরই হাসি পায়,,,,,,,,,,,,,,, ছবিটি অন্যমনস্ক শরৎ এর জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস থেকে নেয়া।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.