আমাদের কথা খুঁজে নিন

   

খলনায়ক ‘ফেইসবুক’

আধুনিক জীবনযাপনের অন্যতম অংশ হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এই যোগাযোগ মাধ্যমই দাম্পত্য ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি আইনি সহায়তা দানকারী প্রতিষ্ঠান। স¤প্রতি যুক্তরাজ্যে বিয়ে ভেঙে যাওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুককে অনেকাংশে দায়ী করা হচ্ছে। এমন কি বিয়ে বিচ্ছেদের মামলায় দম্পতিদের একে অপরের বিরুদ্ধে তথ্যসূত্র হিসেবে ফেইসবুককে ব্যবহার করছে। ‘ডিভোর্স অনলাইন’ নামের একটি আইনি সাহায্যকারী সংস্থার বরাত দিয়ে ‘দ্য ডেইলি মেইল’ জানায়, যুক্তরাজ্যে গত বছর বিয়ে বিচ্ছেদের এক তৃতীয়াংশের কারণ হচ্ছে ফেইসবুক।

আইনি সহায়তা দানকারী ওই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, গত দুই বছরে যতগুলো বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে ৫০ শতাংশই আচরণগত কারণে হয়েছে এবং আবেদনের ভেতরে ফেইসবুক শব্দটি ছিল। ২০১০ সালে ডিভোর্স অনলাইন নামের ওই সংস্থাটির কাছে ৫ হাজার বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়ে। যার মধ্যে এক তৃতীয়াংশ ফেইসবুককে কারণ হিসেবে দেখিয়েছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মার্ক কিনান বলেন, “অনেক লোকের কাছেই বন্ধুদের সঙ্গে যোগাযোগের প্রাথমিক মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে লোকজন সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে এবং তারা নির্দোষ বার্তা চালাচালি করে।

তবে তা-ই শেষ পর্যন্ত সমস্যার সৃষ্টি করে। ” তিনি আরো বলেন, “কেউ যদি সম্পর্ক গড়তে চায় বা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে চায় তবে এটাই সবচেয়ে ভাল জায়গা। ” মূল তথ্য এই খানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.