ফ্রান্স থেকে আহমেদ ফুহাদ: সারা পৃথিবীতে বাংলা ভাষা ছড়ি্যে পড়ছে। বাংলা আমার মায়ের ভাষা। বাংলা আমার প্রানের ভাষা। আজকে পাঠককে এক চমকপ্রদ ঘটনা জানাবো।
ছেলেটির নাম শফিক।
বাড়ী বাংলাদেশের ঝালকাঠী জেলায়। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করেন। প্যারিসে বসবাসের সূত্রে তার সাথে পরিচয় একটি শ্রীলংকান পরিবারের সাথে। ঐ পরিবারের একটি ছোট মে্য়ে ছিলা। নাম ডেলফিনা মোহিদিন।
ঐ বাচ্চা মেয়েটিকে শফিক খুব পছন্দ করতো এবং এরই ধারাবাহিকতা্য় প্রায়শই তাদের বাসায় যাতায়াত ছিল তার। বাচ্চা মেয়েটিকে শফিক দুটো ছড়া শিখা্য়। একটি হলো ভোর হলো দোর খোলো খুকু মনি ওঠরে… আর অন্যটি হলো খোকন খোকন ডাক পারি..। ছোট বাচ্চা মেয়েটি তা মুখস্ত করে ফেলে।
বিস্তারিত: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।