আমাদের কথা খুঁজে নিন

   

দূর্যোধন কথন -০৩

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... । হসিনিপুরে যেন শৈত্যপ্রবাহের নহর বহিয়া যাইতেছে। ঈশ্বরকে দুইদন্ড গালিবর্ষন করিতে গিয়া দূর্যোধনের দন্তকপাটি লাগিয়া যাইবার উপক্রম হইলো-এমনি শৈত্যপ্রবাহ!!এমন দূর্যোগের কারন অনুসন্ধানে সে দুঃশহালাকে ডাকানো সাবাস্ত্য করিলো। দুঃশহালা উপস্থিত হইতেই ফিক করিয়া হাসিয়া দিলো,শৈত্যপ্রবাহের চোটে দুঃশহালার সর্বদাবিকশিত দন্তরাজি সুদীর্ঘ ২৫ বৎসর পর ওষ্ঠের আড়ালে লুকাইয়াছে ! ''এমন শৈত্য প্রবাহের কারন খানি অনুমান করিতে পারো হে ভগিনী?? '', জিজ্ঞাসিলো দূর্যোধন। দন্ত ব্যাদান করিয়া দুঃশহালা বলিলো,''বিধায়ক,আবহাওয়ার পরিস্থিতি বিগত যেকোন সময়ের তুলনায় আরামদায়ক!!'' দূর্যোধন মনে মনে খিস্তি করিয়া উঠিলো,মুখে কিছু বলিলোনা।

মাগীর নারানং শৈত্যপ্রবাহক্রম !! উহাকে নিস্ক্রান্ত হইতে দিবার অবসরটুকু দিয়া বাটীতে ফিরিয়া বিদ্যা নর্তকীর 'উলালা উলালা' সঙ্গীতে দেহ উষ্ণ করিবার ফন্দি আটিলো। যথাযময়ে বাটীতে প্রত্যাবর্তন করিয়া গা এলাইবার আয়োজন করিতেছিলো দূর্যোধন। হঠাৎ হৈ হৈ করিয়া ছুটিয়া আসিলো দিপিকামিনী,আলুথালু বেশে সাক্ষাৎ ,সঙ্গে করিয়া দুঃশহালাকেও বগলে করিয়া নিয়া আসিয়াছে ! ''বিধায়ক,নায্য বিচার চাই!রাজা ভরত আমার ইয়ে মারিয়া দিয়াছে...ঈ...ঈ...ঈ... ! '' ডুকরিয়া উঠিলো দিপিকামীনি। দূর্যোধন বিস্মিত হইলো,''খুলিয়া বলো!'' দিপিকামীনি বলিলো, ' শৈত্যপ্রবাহে নিজ বাটীতে স্নান করিতে গিয়া দেখি পানি নাই,পানি আনিতে গেলাম রাজা ভরতের প্রাসাদে... '' বলিয়া ফের ডুকরাইয়া উঠিলো দিপিকামীনি। দূর্যোধন বিরক্ত হইয়া বলিলো,'আমার প্রাসাদেই তো আসিতে পারিতে,রাজা ভরতের ঐখানে আবার কিজন্য গেলে?'' দিপিকামীনি কিঞ্চিৎ লজ্জা পাইলো,আরক্ত হইয়া বলিলো,''বিধায়ক,রাজা ভরতের প্রাসাদে নন্দনকাননের বিখ্যাত ঋষি শারুখ সকল অপ্সরাকে উষ্ণপানিতে স্নান করাইবেন শুনিয়া গিয়াছিলাম,আপনার এইখানের প্রাসাদের ঋষি শাকিভ তো ঠান্ডা পানিতে চুবাইয়া চুবাইয়া আমার রুপলাবন্য আলমমুচির ১নং পচা ক্ষারের ন্যায় কৃষ্ণবর্ণ বানাইয়া দিয়াছে !! '' দূর্যোধন হুংকার দিলো,''আগে বাঢ়ো!'' দিপিকামীনি বলিয়া চলিলো,''সেই উষ্ণপানিতে স্নান করিয়া রুপলাবন্য ফিরাইয়া আনিতে হাজির হইলাম ভরতের প্রাসাদে,হতচ্ছাড়া পানি দিল না ! উহার বদলে গোদরেজ ১নং আশ্বাস ক্ষার দিয়া বলিলো ইহা মাখিলেই আমার রুপলাবন্য ফিরিয়া আসিবে!! '' পার্শ্বে বসিয়া মাথা নাড়িয়া হুঁহুঁ করিয়া সাক্ষ্য দিলো দুঃশহালা।

একটু দম নিয়া দিপিকামিনী বলিলো ,''ঐ গোদরেজ ১নং আশ্বাস ক্ষার মাখিয়া আমার কৃষ্ণবর্ন আরো ঘোরতর কৃষ্ণ হইয়া গিয়াছে ,বিধায়ক ! সকলেই আমাকে নিয়া হাস্য করিতেছে ! এমনকি বেপাড়ার চরিত্রহীন ষ্ম্লেচ্ছ হকিংদাস আমার মুখ নিয়া কটু কথা বলিয়াছে !! '' দূর্যোধন হতভম্ব হইয়া বলিলো,''মানে ??'' পার্শ্বদিক হইতে দুঃশহালা ফুট কাটিলো ,''উহার কৃষ্ণবিবর লইয়া নাকি গবেষনা করিবে ! ইহাও কুরুক্ষেত্র পরবর্তী বিচার বাধা দিবার.....'' দূর্যোধনের দন্তখানি কিড়মিড় করিয়া উঠিলো,তবে সেটা রাগে নাকি শৈত্যপ্রবাহে-তার কারনটা ঠিক বুঝা গেলোনা। দিপিকামীনি আবার মুখ খুলিলো,''আমি রাজা ভরতকে বলিলাম,দূর্যোধন তোমাকে আচ্ছাসে বকিয়া দিবে। উহা শুনিয়াই রাজা ভরত বলিয়াছে পাওনা মুদ্রা ফিরত দিতে। নইলে আপনার ল্যাঙোটখানা খুলিয়া নিশানরুপে উড়াইবে!....'' দূর্যোধন থামাইয়া দিলো। রাজা ভরত ব্যাটার দুইটা কড়ি হইয়াছে বলিয়া আজকাল ধরা কে সরা জ্ঞান করিতেছে।

এদিকে দূর্যোধন তাহার শতসদস্য বিশিষ্ট পরিবারের খাই খরচা মিটাইতে গিয়া সর্বস্বান্ত হইবার যোগাড়। চিন্তায় আচ্ছন্ন হইয়া দূর্যোধন শকুনিমামার শরনাপন্ন হইলো। ''মাতুল,শৈত্যপ্রবাহে জীবন ওষ্ঠাগত,ঋনপ্রবাহে দূর্যোধন ওষ্ঠাগত,ছাগপ্রবাহে রাজ্য ওষ্ঠাগত.... উপায় বলিয়া রক্ষা করুন,প্রজাকূল খেপিয়া উঠিয়াছে '',কাকুতি করিলো দূর্যোধন। শকুনিমামা হাস্যমুখে বলিলেন,''হসিনিপুর ভাগ করিয়া ফেলো,শৈত্যপ্রবাহ হইতে শুরু করিয়া ছাগপ্রবাহ পর্যন্ত অর্ধেক হইয়া যাইবে। '' দূর্যোধন বিস্মিত হইয়া জিজ্ঞেস করিলো,''ভাগ করিবো কি দিয়া?'' শকুনি মামা স্মিতমুখে মালকোঁচার ভিতর হইতে একখানা রামদা বাহির করিলেন,দেখিয়াই দূর্যোধন বুঝিলো এই রামদা ধারালো নহে !! দূর্যোধন গজগজ করিয়া বলিলো ,''এই ধারহীন রামদা দিয়া ভাগ করিবো? রাজা ভরতের ঋনের ব্যপারে প্রজাকূলকে কি বলিবো ? '' শকুনিমামা প্রসন্নমুখে বলিলেন, ''বলিবে........ধার করিতেছি ভাগ করিবার জন্য,ঘি খাইবার জন্য ধার করিতেছিনা '' ______________________________________________________________ একইসাথে নিজস্ব ব্লগস্পটে প্রকাশিত।

@সামহোয়্যারে অপ্রকাশিত আরেকটি লেখার লিংক সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদী সাহসী কুকুর-লুকানিকোস । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।