যুক্তরাষ্ট্র থেকে একটি যৌনরোগ ইউরোপে নিয়ে আসেন ক্রিস্টোফার কলম্বাস। এক নতুন জরিপে এ কথা বলা হয়েছে। খবর, টাইমস অব ইন্ডিয়ার।
গবেষণায় দাবি করা হয়, আমেরিকা আবিষ্কারের লক্ষ্যে কলম্বাস ১৪৯২ সালে আটলান্টিক মহাসাগরে পাড়ি জমান। কিন্তু তাঁর ঐতিহাসিক অভিযাত্রা শেষে ফিরে আসার সময় তিনি সিফিলিস রোগ নিয়ে ইউরোপে পা রাখেন।
প্রাণীদেহের কঙ্কালের নমুনার ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে বলা হয়, কলম্বাস ও তাঁর সহযোদ্ধারা পুরোনো বিশ্বকে নতুন বিশ্বের কাছে তুলে ধরেছেন। সেই সঙ্গে তাঁরা যুক্তরাষ্ট্র থেকে সিফিলিস নামে একটি রোগ নিয়ে আসেন। এই রোগটির জন্য দায়ী ত্রিপোনিমা পালিডাম নামের একটি ব্যাকটেরিয়া। ওই সময়ে দুরারোগ্য থাকলেও বর্তমানে অ্যান্টিবায়োটিক সেবনে এই রোগ নিরাময় হয়। চিকিত্সা না হলে এ রোগের কারণে হূদরোগ, মস্তিষ্ক থেকে শুরু করে, চোখ ও হাড়ের রোগ হতে পারে।
কখনো কখনো এসব রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে।
গবেষণা পরিচালনাকারী গবেষক জর্জ আর্মেলাগোস বলেন, ১৪৯৫ সালে রেনেসাঁর সময় প্রথম ইউরোপে মহামারি আকারে ছড়িয়ে পড়ে সিফিলিস। ফ্রান্সের রাজার নোপোলি আক্রমণের পর চার্লস অষ্টমের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এই রোগ প্রথমবারের মতো ব্যাপক হারে দেখা দেয়। তারপর অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে গোটা ইউরোপকে বিপর্যস্ত করে তোলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।