"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ অনেকদিন আগে এরকম একটা গান দিয়েছিলাম , আজও আবার দিলাম কেনো জানি মনে হচ্ছে শুধু আজকে নয় সারাজীবনই এই গানটা শুনতে হবে .......... স্বার্থপর – দ্য ট্র্যাপ চলে যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন জোছনা দেখালি হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর পাথরের বুকে ফুল কেন ফোটালি আমারই সীমানায় সে তো তোর ছায়া সেখানে করে বিচরণ দুঃখের নিবাস রাখিস কি খবর তোর আঘাতেই জমে গেছে নীল আকাশের জমিনে নীল বেদনা। চলে যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন জোছনা দেখালি জানি না কোন প্রহরে হয়েছিলো যে পরিচয় কি পেলাম কি হারালাম সে তো এক সংশয় নীরব এ আড়াল থেকে করেছি যে সব পরিণয় সেই তুমি হারালে ঠিকই সেকি নয় বিষ্ময় আমারই সীমানায় সে তো তোর ছায়া সেখানে করে বিচরণ দুঃখের নিবাস রাখিস কি খবর তোর আঘাতেই জমে গেছে নীল আকাশের জমিনে নীল বেদনা। আঁধার এর অন্তরালে বসে যতবার ভেবেছি শূণ্যতারই হাহকার একাকী শুনেছি তোমারই আঁখি পটে আকাশের নীল দেখেছি সে তো বিবর্ণ হবে কখনো ভাবিনি… সাথে কিছু লেখার ইচ্ছাও ছিল , কিন্তু লেখার শক্তি টুকুও পাচ্ছি না , তাই ক্ষমা করবেন শুনতে চাইলে ক্লিক করতে পারেন ,তবে মনের প্রতিক্রিয়ার জন্য আমি দায়ী নই দিন টা মন খারাপ দিয়ে শুরু করানোর জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।