আমরা সবাই স্বার্থপর,কেউ স্বীকার করি,কেউ বা নয়..............................। । একটু পর ব্যাখ্যা করছি।
রোজার মাস চলছে,সামনেই ঈদের ছুটি। আমি ফাঁকিবাজ ছাত্র,তাই ছুটির আগেই ফিরে এসেছি মায়ের কোলে।
গতকাল-আজ আমার অনেক সহপাঠী সিনিয়র জুনিয়র ফিরছে। তাদের মধ্যে ছিলেন শাকিল ভাই। ডাক্তার আশরাফুল ইমান ভুঁইয়া শাকিল। এবার ২য় প্রফ পরীক্ষা দিচ্ছিলেন। যদিও এখনও প্রফ শেষ হয়নি,তবুও তিনি হয়ে গেলেন গত।
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে।
ঈদের আগে আর কোন পরিক্ষা নাই,তাই ফিরছিলেন নীড়ে। অনেকদিন পর,অনেক ব্যস্ততার পর। কতদিন দেখা হয়নি মায়ের সেই প্রিয় মুখ। কিন্তু তার আর ফিরে আসা হল না।
মর্মন্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল এক সম্ভাবনাময় ডাক্তার এর প্রাণ। শুধু প্রাণ নয়,কেড়ে নিল একটি পরিবারের হাশি,ভেঙ্গে দিল কিছু নিস্পাপ স্বপ্ন,ছিরে দিল কিছু ভালবাসার বন্ধন আর শিক্ত করল কিছু অবুঝ হৃদয়।
সিলেটে দুর্ঘটনায় মেডিকেল ছাত্র নিহত
বর্তমান পরিস্থিতিতে হয়ত খুবই সাধারণ ঘটনা,প্রতিদিনই মানুষ মরছে। কিছুদিন আগে মিরশরাই এ খালি হল অনেক মায়ের কোল। জাতি নির্বাক হল,শোক পালন করল...তারপর,সব চুপ।
সেইদিন চলে গেলেন তারেক মাসুদ-মিশুক মনির স্যাররা। । আবার হই হই রব উঠল। হেন করতে হবে,তেন করতে হবে,কিন্তু কিছুই হল না। আজ চলে গেলেন শাকিল ভাই।
হয়ত দেশের তেমন ক্ষতি হবে না,কিন্তু একমাত্র সন্তান হারা পিতা-মাতা যে আজ তাদের পৃথিবী হারাল,তার কি হবে?? কে নিবে এর দায়ভার?? সরকার?? যোগাযোগ মন্ত্রী??সেই গাড়ীচালক?শাকিল ভাই এর নিয়তি??নাকি আমি আপনি??
এতসব বলে লাভ নেই। আমার এই কন্ঠস্বর হারিয়ে যাবে কালের স্রোতে। আমি বড়ই স্বার্থপর। আমি আমার পরিবারকে এমন শোকের সাগরে ভাসাতে চাই না। তাই যা করতে হবে,নিজেকেই করতে হবে।
সরকার এর আশা করে লাভ নেই,সরকার দেশক নয়,ক্ষমতাকে ভালবাসে(না হলে এত নির্বাক কেন?)। যোগাযোগ মন্ত্রী দেশকে নয়,নিজের মন্ত্রীত্তকে ভালবাসে(না হলে ব্যর্থতার জন্য পদত্যাগ করে না কেন?)। গাড়ীচালকরা জীবনকে নয়,সময়কে ভালবাসে(তাদের তাড়াহূড়া দেখলে মনে হয়)। আমরা দেশকে নয়,নেতাদের লেজুরবৃত্তিকে ভালবাসি(নাহলে বছর এর বছর তাদের ভোট দেই কেন??)
তাই আসুন, স্বার্থপর হই,নিজেকে ভালবাসি, দেশকে ভালবাসি। নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি।
(সবাই প্লিজ, শাকিল ভাই এর বিদেহী আত্তার মাগফেরাত এর জন্য দোয়া করবেন। আজ বা"দ আসর তার জানাজা)
উৎসর্গ:আশরাফুল ইমান ভুঁইয়া শাকিল
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
void(1); ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।