আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থপর

নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। সত্যি তুমি অনেক বেশি স্বার্থপর। বলেছিলে ঐ দূরে, দুজন দিগন্ত ছোব। দিগন্তের পথে আমি হেটেছি একা, ধূলূয় ধূসর পথের ক্লান্তি, আমায় বলেছিল তুমি এ পথের পথিক নও । তোমার পথচলা অবারিত সবুজের সাথে, ছায়া তরুর ছায়ায় সিক্ত তোমার পথ, এ পথের ক্লান্তি তোমার সইবে না।

তোমার ক্লান্তিতে আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝড়ে, শুধু তোমার আয়েশী তৃষ্ণার জল হয়ে। আর আমি এক ফুটা জলের, বুকফাটা তৃষ্ণায় সুমুদ্র থেকে সুমুদ্র সাত্রাই । ভিক্ষেরির মত তোমার বৃষ্টির কাছে জল ভিক্ষা চেয়ে শুধু লাজে তৃষ্ণাই বাড়ে। তবু একফুটা জল মিলেনা। আমি পুরু জীবনটাকে যার পিছে টেনে ছেচরে, হাঁপিয়ে নিয়ে চলেছি, সেই সময় রথের সারথী তুমি উল্কার বেগে ছুটেছ অসীমের পথে ।

আর আমি শূণ্যে হাত বাড়াই, হাতড়াই, আবার হামাগুড়ী দেই তোমার রথের পথে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.