যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আমি ১টি কবিতা বলব। কবিতার নাম 'স্বার্থপর।' লিখেছেন মহাকবি শ. আলী। 'স্বার্থপর' চাই না হতে আমি কারো সুখের কারণ, চাই না হতে আমি কারো দুঃখের কারণ, হতে চাই আমি নিজ সুখের কারণ, হতে চাই আমি নিজ দুঃখের কারণ, তাই আজ হলাম আমি স্বার্থপর, হতে পারি স্বার্থপর, তবে কম ক্ষতিকর, ঐ 'নিঃস্বার্থ'দের থেকে। (পরিশেষে প্রশ্ন : পৃথিবীতে 'নিঃস্বার্থ' বলে কোন জিনিস আছে? কিন্তু 'ক্ষতিকর' 'ক্ষতিহীন' বলে কিছু নেই?)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।