|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
ভাবনারা যখন এলো মেলো হয়
মনমাঝে যখন ঝড়ো হাওয়া বয়
বিশ্বাসে যখন জাগে সংশয়
তখন যে পাশে দাঁড়ায়
সাহায্যের হাত বাড়ায়
তাকে কিভাবে একা ফেলে যাই
তার দুর্দিনে কেন আমি নাই
আমায় যে জন দিয়েছিল ঠাঁই
কি দিলাম প্রতিদান
শুধু অবহেলা অসম্মান
রাত্রি গভীরে নির্জণ পথে
সাহস যোগাতে যে ছিল সাথে
শক্ত মুঠিতে হাত রেখে হাতে
যে দেখালো মোরে আলো
যে বাসিল মোরে ভালো
তাকে কেন আমি এই অবেলায়
ভূলে যেতে চাই মিছে ছলনায়
মগ্ন রয়েছি আপন নেশায়
হয়েছি বিষধর
সেজেছি স্বার্থপর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।