আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় নির্মাণ সামগ্রী-কেউ কি দেখার নেই

রাস্তায় চলতে গিয়ে প্রায়ই আমাদের চোখে পড়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী। নির্মাণকাজ যখন চলে তখন নির্মাণাধীন স্থাপনার মালিক বা নির্মাতা রাস্তাকে মনে করেন নিজের সম্পত্তি। আর তাই রাস্তার ওপরেই রেখে দেন ইট,বালি,রড,পাথরসহ আরো কত কিছু। মালামাল রেখেই শেষ নয়,রাস্তার ওপর চলে ইটভাঙা,বালিচালা,রড বাঁকানো বা অন্যান্য কাজ। অনেক সময় দেখা যায় রাস্তার উপর ছেড়ে দেয়া হয় ময়লা পানি।

কাণ্ডজ্ঞানহীন এসব কাজের ফলে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। যান চলাচলেও সমস্যার সৃষ্টি হয় খুব বেশি। তারা রাস্তার অর্ধেক জায়গা দখল করে জিনিসপত্র রাখেন। ফলে পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি দুর্ঘটনাও ঘটে। রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে নির্মাণকারীরা যাতে চলাচলে সমস্যা সৃষ্টি করতে না পারেন সেজন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্বের সঙ্গে বিষয়টির প্রতি নজর দেয়া প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.