আমাদের কথা খুঁজে নিন

   

এবিসি রেডিওর একটি দুর্ধর্ষ অনুষ্ঠান "যাহা বলিব সত্য বলিব"

আমি এতদিন এফ এম রেডিওতে গানের পাশাপাশি অনুষ্ঠান শুনতে শুধু ভূত এফ এম শুনতাম (রাতে না ডাউনলোড করে সকালে ) একদিন হঠাত করেই বুধবার এই প্রোগ্রাম শুনি একটা ভয়ঙ্কর ঘটনা কতটা স্বাভাবিকভাবে এবং ধারাবাহিকভাবে কারও জীবনে ঘটতে পারে তা এই প্রোগ্রাম শোনার আগে সত্যি বলে কি কল্পনাও করতে পারি নাই! এরপরে এর আগের কিছু এপিসোড ডাউনলোড করে শুনি । সেখানে কখনও কোন কুখ্যাত খুনী বা নির্দয় ছিনতাইকারী , প্রতারক, পতিতা নিজের জীবনের ভুল/অপরাধ স্বীকার করে নিজের বিবেকের কাছে হাল্কা হতে চেয়েছেন এই ভেবে তার পরিস্থিতে হয়ত অন্য কেও হয়ত রাগ বা অভিমান করে অন্ধকারে পথে যাবার আগে একবার ভেবে দেখবে বা কেউ যদি জড়িয়েই থাকে সে যেন দেরি হবার আগেই ঠিক পথে ফিরে আসতে পারেন। আর কোন খারাপ পরিস্থিতি-তে জড়িয়ে গেলে তখন মানুষ নিজের নিয়ন্ত্রনে কতটুকু থাকতে পারে, আর পারিপার্শ্বিক অবস্থার স্বীকার হয়ে একরকম ক্ষমতাধর হয়েও কতটুকু অসহায় হতে পারে মানুষ তার ধারণাও পাই। শুধু অপরাধজগত-ই নয় রানা প্লাজায় অবরুদ্ধ পোশাক শ্রমিক মেহেদী কে নিয়েও অনুষ্ঠান হয়, তার ভয়ঙ্কর মুহুর্তগুলো নিয়ে। এখন আর ডাউনলোডের জন্য অপেক্ষা করতে ইচ্ছা হয় না প্রতি বুধবার রাত ১১ টা ২০ এ এবিসি রেডিওতে এই অনুষ্ঠান Hello 8920 প্রচার হয়। আশা করি এখন থেকে কেউ মিস করবেন না এটা! আগের পর্বগুলো ডাউনলোড করা যাবে নীচের লিঙ্ক থেকে , ডাউনলোড লিঙ্কসঃ হ্যালো ৮৯২০ ডাউনলোড লিঙ্কসঃ হ্যালো ৮৯২০ রিসেন্টলি প্রতি রবিবার একই চ্যানেলে এরকম- আর একটি সাপ্তাহিক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে "যাহা বলিব সত্য বলিব" এর প্রথম পর্বের আমার রেকর্ড করা অডিওক্লিপ (৩ টা পার্ট ) সাউন্ড ক্লাউডে আপলোড করে দিলাম। ডাউনলোড লিঙ্ক Click This Link আর এর আগের সবগুলো পর্ব ডাউনলোড করা যাবে নীচের লিঙ্ক থেকে , ডাউনলোড লিঙ্কসঃ যাহা বলিব সত্য বলিব http://abcradiobd.fm/downloads/?category=13 আর কালকে "যাহা বলিব সত্য বলিব" তে আসছেন লিটিল বস আশরাফুল ! ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক অজানা ও চরম সত্য হয়ত অপেক্ষা করছে ফাটার জন্য ভালো লেগে থাকলে শেয়ার করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.