আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। বাংলাদেশের সিনেমা হলে ইনডিয়ান ফিল্ম দেখানো হচ্ছে। অনেকেই এর বিপক্ষে বলছেন। কিন্তু আমদানিকারকরা এর পক্ষে।
পক্ষে তো থাকেবনই, হল সংস্কার না করে হিন্দি ফিলিমের মদে আসক্ত করে দর্শক টানতে তাদের এর কোনো বিকল্প তো নেই। এশ্বরিয়াদের বাঁকানো কোমরে দুলুনি আর মল্লিকাদের সুগভীর নাভিল তল দেখার জন্য আমরা তরুণরা তো মুখিয়ে। আর বাসার গৃহিণীরা তো এক কথায় হিন্দি বলতে পাগল। এ পাগল প্রজাতিকে সন্তুষ্ট করতে দেশে আসছে নয় টি হিন্দি ফিলিম। বড়ই খারাপ খবর।
সিনেমা হলে চেয়ার ছারপোকার দখলে থাকুক আর ফ্যান গুলো না ঘুরলে ও সিনেমা হল মালিকদের পকেটে ঠিকই জমবে মুনাফার টাকা। এ মুনাফা খোরদের থেকে সাবধান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।