ইনডিয়ান ভিসা চেয়ে আবেদন করেছিলাম কিন্তু আবেদনটি প্রত্যাখাত হয়েছে। নেপাল যাচ্ছি তাই ট্রানজিট ভিসা চেয়েছিলাম। নেপালের ভিসা আগেই নেয়া ছিল। আমরা কয়েকজন বন্ধু আবার ঠিকই ভিসা পেয়ে গেছে। আমি কেন পেলাম না বুঝে উঠতে পারছিনা।
কেউ বলছে স্থায়ী ঠিকানার টেলিফোন বা বিদ্যুত বিলের কপি দিতে। আমি শুধু বর্তমান ঠিকানার বিলের কপি দিয়েছিলাম। যারা ভিসা পেয়েছি কাকতালীয় ভাবে সবার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা আবার একই। আমার পাসপোর্টটা একদম নতুন ছিলনা, সাত বছরের পুরানো, সিংগাপুরের একটা ভিসারও ছাপ্পড় ছিল। পুরোনো হবার দরুন পাসপোর্টটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাক্ষরওয়ালা পৃষ্ঠাটায় সাক্ষরের কিছু অংশ ছিড়ে গেছে, খুব সামান্য অংশ যদিও।
এটা কোন কারণ হতে পারে কিনা ভাবছি। ওরা কোন কারণও বলে দেয়নি কেন আমাকে ভিসা দেওয়া হলনা। ভিসা ফরমে ব্যাক্তিগত তথ্য ছাড়া বাকি সবই আমার বন্ধুদের মতই ছিল।
কোন ব্লগার কি বলতে পারেন ভিসা পেতে এখন কী করণীয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।