© লেখকের অনুমতি ছাড়া এই ব্লগে প্রকাশিত কোন লেখা বা তার অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা যাবে না। সাম্প্রতিক সময়ের দিকে দূষ্টিপাত করলে যে দূশ্য প্রতিয়মান হয় তা আসলে খুবই দুঃখজনক.সময়ের সাথে তাল রেখে দেশ কতটুকু এগিয়েছে, কিংবা যতটুকু এগোনোর প্রয়োজন নাকি তারছেয়ে বেশি পিছিয়েছে এই নিয়ে রহস্যজনক সন্দেহের অবকাশ রয়েছে. আজ ২০১১ সালের শেষভাগে দাড়িয়ে আমাদের এখনো অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার ইস্যু নিয়ে.স্বাধীনতার ৪০ বছর পর আমাদের নতুন প্রজন্মকে ভাগিদার হতে হচ্ছে সে লজ্জার. স্বাধীনতার ২২ বছর পর জন্ম,বুঝার ক্ষমতা হওয়ার পর থেকে প্রতিক্ষায় সে বিচারের. আমার প্রতিক্ষার প্রহর বয়সের দিক হয়তো বেশি নয়.কিন্তু যাঁরা স্বচক্ষে স্বাধীনতা যুদ্ধ দেখেছেন,সক্রিয় অংশগ্রহন করেছেন,অত্যাচার সহ্য করেছেন তাঁদের প্রতিমূহুত্বের প্রতিক্রিয়া কেমন যেখানে আমাদের মত নব প্রজন্ম চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে লজ্জায় মুখ ডাকে. দুঃখে চোখ ভাসে যখন বিশেষ কোন দলের আশ্রয়ে প্রশ্রয়ে যুদ্ধাপরাধীরা দেশে শীষঁ পদবী পায় আর গাড়ির তাঁদের সামনে জাতীয় পতাকা উড়তে দেখি....যে পতাকার জন্য একদিন ৩০লক্ষ প্রান বলী হয়েছিল এই বাংলার মাটিতে. মরোনোত্তর কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার প্রদানের মাধ্যমে সন্মান করার প্রথা আমাদের দেশে চালু আছে. যে পুরষ্কার প্রদান করা হয় সে পুরষ্কার যে ব্যাক্তিকে প্রদান করা হয় উক্ত ব্যাক্তি দেখে যেতে পারেনা,কখনো জানতে পারেনা তাঁর কাজের স্বীকৃতির কথা. সে পুরষ্কার হয় মূল্যহীন. সরকারের কাছে অনুরোধ যুদ্ধাপরাধীদের যেন মরোনোত্তর শাস্তিপ্রদানের কোন ব্যবস্থা গ্রহন করা না হয়.সময় যত যাচ্ছে সেরকম সন্দেহ ঘনীভূত হয়ে আসছে.কারন যুদ্ধারাধী সবাই আজ বয়সের নুয়ে পড়েছে.আর দিন যত যাচ্ছে ওদের মনে আশার সন্ঞ্চার হচ্ছে,খেয়ে পড়ে আল্লাহর নামে মরতে পারলে ওরা বাচেঁ. মরোনোত্তর শাস্তি কিংবা ধীক্কা ওদের কিছু হবেনা. মহাজোটের মহাবিজয় অনেক বিশ্লেষক যুদ্ধাপরাধীর বিচার ইস্যু তাদের ইসতেহারের অন্যতম প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব দেওয়ায় সম্ভব হয়েছে বলে মনে করেন.অপেক্ষা করছি সে ক্ষন বা মূহুত্বের যুদ্ধাপরাধীর বিচারের. জানিনা সে অপেক্ষার প্রহর কত দীর্ঘ হবে. অনেক স্বাধীনতার প্রত্যক্ষদর্শী তাদের মনের লালিত স্বপ্ন দেখে যেতে পারেনি, দেখে যেতে পারেনি সেসব কুলাঙ্গারদের ফাঁসীর মন্ঞ্চে. আজ জাতির এই প্রতিক্ষার প্রহর শেষ হওয়া বড়ই প্রয়োজন.নইলে এই মাটির জন্য যাঁরা এই মাটিতে শুয়ে আছে তাদেঁর আত্বা কখনো শান্তি পাবেনা...কখনো সফল হবেনা এই দেশের কোন বিজয় দিবস...কোন স্বাধীনতার উৎসব.... তোফাজ্জেল অভি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।