আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সাউথ ইন্ডিয়াঃ আমার অল ইন্ডিয়া ফেভারিট একটর-মাস্ট সি & কমেন্ট

আমি আগেই বলেছিলাম বাংলাদেশে ভারতীয় আগ্রাসনএর শুধু বিরোধিতা করলেই হবেনা , এর জন্য দরকার নিজেদের কালচার আর মিডিয়ার উন্নয়ন। নিজেদের কালচার এর মাধ্যমে বলিউড এর জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে পশ্চিম বাংলা,গুজরাটি ০মারাঠি এমন কি বাংলাদেশ পাকিস্তান এর সামনে আদর্শ স্থাপন করেছে সাউথ ইন্ডিয়ার ফিল্ম/মিডিয়া ও সেখানকার জনগন। আমি ওদের তাই খুবই হাইলি এ্যপ্রিশিয়েট করি, তাই ধারাবাহিক ভাবে তাদের নিয়ে প্রতিবেদন দেই। আজকের পোস্ট শুধু ফটো ব্লগ কারন গত পোস্ট এ অনেক তথ্য দিয়েছি। এবার আমার ব্লগ এর ক্যারেক্টার আমার প্রিয় এক্টর শুধু সাউথ না পুরা ভারতে।

ইনি মাহেশ বাবু ,তেলুগু সিনেমা( টলিউড,হায়দ্রাবাদ,অন্ধ্র প্রদেশ)র প্রিন্স বলা হয় তাকে। মাত্র ৪ বছর এজ এ সিনেমা করা শুরু করেন, বর্তমানে তার এজ ৩৬। তার বাবা কৃষ্ণা অ তেলুগু সুপারস্টার আর স্ত্রী সাবেক বলিউড একট্রেস নম্রতা শিরোদাগর। তার ফেসবুক লিঙ্ক- http://www.facebook.com/#!/maheshbabufans লাইক দিয়ে রাখুন খুব ই ভালো একটা পেজ, নাইস সব জিনিশ আপলোড হয়। তার উইকিপিডিয়া লিঙ্ক- http://en.wikipedia.org/wiki/Mahesh_Babu তেলুগু সিনেমার ইতিহাসের বেশ কটি রেকর্ড ব্রেকিং হিট তার করা।

যেমন –আতারু,আতিথি,পক্কিরি(অরিজিনাল ওয়ান্টেড),ওক্কাডু,ডুক্কুডু। সামনে আসছে বিজিনেসমেন। তার কটি ছবি নেট তেকে আপ্লোড করে দেখুন। তাকে ভালো লাগবেনা এমন কোন কারন ই নাই। আর যদি বাই চান্স না লাগে তবে তার কটি মুভি স্পেশালি আতারু, সাইনিকুরু দেখুন সাবটাইটেল সহ।

ভালো লাগবেই গ্যারান্টে। ওর সবচেয়ে বড় আকর্ষন হল অর মধ্যে থাকা শিশুসুলভ ইনোসেন্স আর ম্যানলি ম্যাচিউরিটি এর আশ্চর্য কম্বিনেশন। এটাই অকে আমার কাছে ( এবং আর অনেক্এর কাছে) আলাদা করেছে। তাই আমি বলি আমার আশে পাশে সবাই ওকে চিনুক বা নাই চিনুক ওই আমার পুরা ইন্ডিয়ার মোস্ট ফেভারিট নায়ক। খুব শীঘ্রি আবার দিব আমার প্রিয় সাউথ ইন্ডিয়ান একট্রেস এর পোস্ট ... ***পরিশেষেঃশাকিব খান যতই হোক আমাদের বাংলাদেশের নায়ক এবং একমাত্র নায়ক যাকে কারেন্ট বাংলাদেশে ফিল্ম স্টার হিসাবে কোন আন্তর্জাতিক ফেস্টিভাল এ পরিচয় করিয়ে দেয়া যায় বাংলাদেশের প্রতিনিধি হিসাবে(নাইলে আর কে? থিঙ্ক এবাউট কাজী মারুফ, সম্রাট বা ডিপজল?!?!)।

তাই তাকে আমাদের যার যার যেমন ই লাগুক প্লীজ ব্লগ এ তাকে নিয়ে পচানো এবং ব্যাঙ্গ করা বন্ধ করুন প্লীজ!!! খুব শীঘ্রি আবার দিব আমার প্রিয় সাউথ ইন্ডিয়ান একট্রেস এর পোস্ট ... ধণ্যবাদ ,কেমন লাগ্ল জানাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।