আমাদের কথা খুঁজে নিন

   

মূলা ঝুলিয়ে লাভ নাই, কার্যক্রম দেখতে চাই। বাঙ্গালি এত গাধা না, মূলার গন্ধে ভুলে না।

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। খুলনার নির্দলীয় গণমঞ্চ থেকে পুরো শহর জুড়ে আজ মশাল মিছিল করেছে গণমঞ্চের যোদ্ধারা। মিছিলে পুলিশ প্রহরা থাকলেও বারবার সেটা প্রত্যাখ্যান করে স্লোগান দেয়া হয় পুলিশের প্রহরা চাই না, বন্ধ কর লোক দেখানো প্রহরা চাই না, বন্ধ কর এছাড়া পুরো মিছিলে কোনভাবেই পুলিশকে সমানে যেতে দেয়া হয়নি।

নির্দলীয় গণমঞ্চ এখন পর্যন্ত যে নি্দলীয়ই আছে তা প্রকাশ করা হয়। ২৫ শে মার্চের মধ্যে জামাত-শিবির নিষিদ্ধের কোন ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টভাবে তাদের আতাতের কথা জানিয়ে দিয়েছে আমাদের মধ্যে। আমরা সঙ্ঘতি চাই না। আমরা জামাত-শিবির নিষিদ্ধ দেখতে চাই। সব দলের রাজাকারের ফাসি চাই।

আমাদের স্লোগানঃ এতই যদি সংহতি রাজাকারের দে ফাসি! সব দলের সব রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়। সরকার সংহতির মূলা ঝুলিয়ে আমাদের বোকা বানাতে পারবে না। জামাত-শিবির কেন আল্টিমেটামের মধ্যে নিষিদ্ধ করা হলো না তার জবাব দিতেই হবে। আর কোন আপোষ নাই। জামাত নিষিদ্ধ করলি না কেন? প্রশাসন জবাব দে! যে কোন ধরণের আপোষকারীরা সাবধান।

তোমাদেরও ছাড় দেয়া হবে না। আমরা তোমাদের জানিয়ে দিয়েছি আজকের মিছিলে আ তে আপোষকারী তুই রাজাকার, তুই রাজাকার। আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে লড়ছি আর সরকার সহ সব রাজনৈতিক দল তাদের ভোটের রাজনীতি চালিয়েই যাচ্ছে। কিন্তু সময় এসে গেছে প্রতিবাদের, প্রতিরোধের ভোট চাওয়ার রাজনীতি চলবে না, বন্ধ কর। আর যে মূলা ঝুলানো হচ্ছে তাতে কোন লাভ নাই।

আমাদের ধমনীতে শহীদ রুমীর রক্ত বইছে। আমরা আপোষ করি না বলেই রাজপথে স্লোগান দিয়েছি মূলা ঝুলিয়ে লাভ নাই কার্যক্রম দেখতে চাই। বাঙ্গালি এত গাধা না মূলার গন্ধে ভুলে না। কোণ হুজুগে লড়ছি না আমরা। একই দেশের মাটিতে এই দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে বাচতে পারব না আমরা।

একই বাতাসের নিঃশ্বাস নিতে আমাদের বাধে। আজ মিছিল শেষে বাপ্পি ভাই বললেন, এতদিন আমাদের মাখন খাওয়া আন্দোলন হইছে। এবার হবে দাবি আদায়ের আন্দোলন। আর এই আন্দোলনে নিশ্চয় আপোষকারী বাদে আমরা সবাই থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত।

আগামীকালের নির্দলীয় গণমঞ্চের কর্মসূচীঃ এবার হবে আসল লড়াই। শুধু নির্দলীয় গণমঞ্চেই আর সীমাবদ্ধ থাকবেনা খুলনার আন্দোলন। এবার আন্দোলন শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবেনা। খুলনার মূল সড়কের নাম রাজাকার খান-এ-সবুরের নাম থেকে পরিবর্তন করে ঐতিহাসিক যশোর রোড় এ রুপান্তর, জামাত-শিবির অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধকরণ এবং সকল রাজাকারের দ্রুততম সময়ে ফাসির দাবিতে আগামীকাল রবিবার খুলনা ডিসি অফিসের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে। শুধু স্মারকলিপি দিয়েই ফিরে আসা নয়্ এক দিনের নোটিশে খান-এ সবুর রোডের নাম পরিবর্তনের দাবিতে সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ডিসি অফিসের সামনে চলবে অনশন এবং ঘেরাও কর্মসূচী।

খান-এ-সবুরের বেইল নাই যশোর রোড ফেরত চাই… আশাকারী আপোষকারী বাদে সবাই আমরা কাল আসব। জয় বাংলা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.