কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... ভারত বাংলাদেশ থেকে মূলা বিষয়ক আমদানী ফর্মুলা প্রদান করে গেছে। সেভেন সিষ্টারে যে জনসংখ্যা আছে তা বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক ও নয়। বাংলাদেশ ভারতের বাজরে সেই সব পন্য শুল্ক মুক্ত ছাড় পেয়েছে যে সব পন্য তারা ইউরোপের বাজারে এক্সপোর্ট করছে্ । তারা ভারতের বাজারে আমাদের ব্যাস্ত রেখে । ইউরোপের বাজার ধরবে। যথন ইউরোপের বাজার তাদের কবজায় চলে আসবে তখন আমাদের বাংলাদেশ থেকে আমদানী বন্ধ করে দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।