আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্তদের পাশে দাড়াই....

প্রচন্ড শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। অব্যাহত শৈত্য প্রবাহের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা ও প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। ফলে জন জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে এলেও কোথাও সূর্যের মুখ দেখা যাচ্ছে না।

বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুরা এই সব রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ডিসেম্বর মাসে এই পর্যন্ত ৪০ শতাংশ শিশু ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সব শিশুদের মধ্যে অধিকাংশ শিশু ছিল নিউমোনিয়া রোগে আক্রান্ত। এছাড়া ঠান্ডাজনিত কারণে শিশুদের পাশাপাশি বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে।

ঠান্ডায় শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। যে সব শিশু বুকের দুধ পান করেন, সেক্ষেত্রে মায়েদের ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। আসুন আমরা শীতার্ত মানুষের পাশে দাড়াই। আমাদের চারপাশের গরিব শীতার্ত মানুষের জন্য অব্যবহৃত শীতের পোষাকটি দেই। এভাবে সবাই সবার প্রতিবেশীকে সাহায্য করলেই শীতে মানুষ আর কষ্ট পাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.