আমাদের কথা খুঁজে নিন

   

আসুন শীতার্তদের পাশে দাঁড়াই

কনকনে হিমেল বাতাস। চারপাশ প্রচণ্ড ঠাণ্ডা। কোথাও সূর্যের দেখা নাই। কিছুক্ষণ আগেই পত্রিকায় খবর বেরিয়েছে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের। খবরটা দেখা যাক, " মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সারা দেশে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে।

তবে গত ডিসেম্বরের শেষদিকে বয়ে যাওয়া ওই শৈত্যপ্রবাহের চেয়ে এবারের তীব্রতা অনেক বেশি। আজ সকালে দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৫ বছরের মধ্যে এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবারের তাপমাত্রার চেয়ে তা ২ দশমিক ৪ ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তরের আবহওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, শীতের এই দাপট আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা চলতে পারে। এর চেয়ে আর তাপমাত্রা কমার আশঙ্কা নেই। উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বলে জানান তিনি। বিভাগীয় শহরের মধ্যে আজ চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬, রাজশাহীতে ৪ দশমিক ৪, খুলনায় ৭, বরিশালে ৬ দশমিক ৫, সিলেটে ৮ দশমিক ৪ ও রংপুরে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমাসে আরও এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের ভাষ্য, এসব শৈত্যপ্রবাহ দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। [ সূত্র : প্রথম আলো অনলাইন ]। দুই. এছাড়া সারাদেশ শৈত্যপ্রবাহে আক্রান্ত, খুলনায় হাড় কাঁপানো শীত, সারাদেশে জনজীবন বিপর্যস্ত-- এরকম খবর প্রায় দেশের সব দৈনিকেই আজ বেরিয়েছে।

অনেক জায়গা থেকে মারা যাবার খবরও এসছে। তিন. দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাঁপছে মানুষ। তাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। আপনার আমার এখন তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আসুন অসহায়, দু:স্থ, গরীব মানুষের পাশে দাঁড়াই।

আপনার আমার একটা শীতের কাপড় হতে পারে ওদের জন্য ঠাণ্ডা জনিত রোগ থেকে বাঁচার লড়াই। আসুন শীতার্তদের পাশে দাঁড়াই...  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.