আমাদের কথা খুঁজে নিন

   

আসুন শীতার্তদের পাশে দাঁড়াই

০০

শীত জেঁকে বসতে শুরু করেছে । নির্বাচনী উত্তাপ সত্তেও সামনের দিনগুলোতে শীতের প্রকোপ বাড়বে। আসুন না এই শীতে অন্তত একজন শীতার্তকে নিজের একটি শীতবস্ত্র দান করি । কোন কমিটি বা সংগঠন করে নয় সরাসরি নিজের হাতে একজন অসহায়কে দান করুন একটি শীতবস্ত্র - এতে আপনার ক্ষতি হবেনা তেমন, পরিবর্তে যাকে দান করবেন সে হয়তো আপনার মহানুভবতায় পারি দিবে এবারকার শীতবৈতরনী । আপনার পাশেই পাবেন অনেক শীতার্ত ।

যার রিক্সায় করে যাতায়াত করেন বা করবেন সে আথবা আশপাশের অনেককেই দেখবেন গায়ে শীতের কাপড় নেই । এটা ভাবার কিছু নেই হয়তো ওদের শীত একটু কম । সবাই রক্ত মাংসের মানুষ। শীতে যদি আমার হাঁড়ে কাঁপন ধরে তাহলে তার হাঁড়েও কাঁপন ধরবে । আসুন না দল মত পথ ধর্ম এবং জাতীয়তার উর্ধ্বে উঠে অন্তত একবারের জন্য হলেও একজন শীতার্তের পাশে দাঁড়াই ।

একজন মানুষ হয়ে একজন মানুষের পাশে দাঁড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.