ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।
ইট-পাথরের চারদেয়ালে রুমে হিটার জ্বালিয়েও যেন শীতে কুঁকড়ে যাই আমরা। শীতকে রুখতে ফায়ারক্যাম্প করি, দাবড়িয়ে বেড়াই ব্যাডমিন্টন কোর্টে, লুকাই কম্বল-লেপ-সোয়েটার-জ্যাকেটের আবর্তে। অথচ আপনার-আমার আশেপাশেই এমন হাজারো মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের সম্ভ্রম রক্ষার জন্যও যথেষ্ট কাপড় জোগাড় করা বেশ কষ্টসাধ্য।
সেখানে 'শীতবস্ত্র' তাদের জন্য তো বিলাসিতা। সত্যিই তা।
আমরা কিছু তরুণ চাই তাদের পাশে দাড়াতে, আমরা যাচ্ছি আমাদের ছোট্ট প্রয়াস নিয়ে, পাশে দাড়াতে পারেন আপনারাও । আমাদের এই প্রয়াস হয়তো সবার মুখে হাসি ফোটাবে না কিন্তু ছোট ছোট এরকমই কিছু প্রয়াস বদলে দেবে বাংলাদেশ ।
আপনার সহযোগিতা হয়তো কোন একটি শিশু বা বৃদ্ধের শীতের কষ্ট লাঘব করতে পারে ।
যোগাযোগ - ০১৬৭৬৬৬৯৭৪২
সাহায্যের জন্য টাকা পাঠাতে পারেন নিম্নোক্ত নাম্বার এ
bKash : 01686056560
যারা পুরানো কাপড় দিতে চান তারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন
: 01676669742
ইভেন্ট লিঙ্ক ঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।