অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য । তীব্র কুয়াশা আর অবরোধ উপেক্ষা করে আমাদের যাত্রা………. মাত্র একটি কম্বলের জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষার প্রহর গোনা……. বৃদ্ধাকে একটু সহযোগীতার হাত বাড়াতে পেরে আমাদের স্পৃহা পরিবারের সদস্যদের আনন্দের কমতি ছিলো না………. প্রতি বছর ই তীব্র এই শীতে মারা যান অনেকেই । আসুন আমরা এই সমস্ত মানুষগুলোর পাশে দাড়াই আমাদের সাধ্যমত । আমাদের পরবর্তী বিতরন কার্যক্রম কয়েকদিনের মাঝেই আবার শুরু হবে । আপনারা আমাদের পাশেই থাকবেন । http://www.facebook.com/groups/spriha/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।