ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আমি সোনিয়া । বাসা রামপুরা মহানগর এলাকায় । আর অফিস তেজগাঁও এলাকায় । হাতিরঝিল চালু হবার আগে নৌকায় পার হয়ে অফিসে যাতায়াত করতাম ৩ বছর । অনেক আশা আকাংখার অবসান ঘটিয়ে হাতিরঝিল তৈরি হল ।
ভীষণ খুশি হলাম । ভাবতেই পারিনা সকাল বিকাল এমন একটা ম্নো মুগ্ধকর যায়গা থেকে আমি যাতায়াত করি । আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় ৪ কিমি । হাতিরঝিলের সৌন্দর্য রক্ষার্থে এখান থেকে কোনো রিকসা চলতে দেয়া হয়না । কোনো পাবলিক বাস চলতে দেয়া হয়না ।
পাবলিক টেম্পু কিংবা অটো রিকসা ও চলতে দেয়া হয়না । আমাদের মতো সাধারন মধ্যবিত্ত ঘরের মানুষেরা সি এন জি করে অফিসে আসা যাওয়ার কথা ভাবতেও পারিনা । তাহলে উপায় কি ? একমাত্র উপায় পায়ে হাঁটা । প্রতিদিন সকালে ৪ কি মি , বিকেলে ৪ কিমি পথ হেঁটে অফিসে আসা যাওয়া করতে করতে আমি ক্লান্ত । অফিসে এসে কাজ করতে পারিনা , ক্লান্ত হয়ে ঝিমুতে থাকি ।
যাই হোক , খুব আফসোস লাগে যখন দেখি হাতিরঝিলে কেবল প্রাইভেট কার আর মোটর সাইকেল চলে । আমার প্রশ্ন হাতিরঝিল কি কেবল বড় লোকদের জন্য ? আমাদের মতো সাধারন মানুষদের কি কেবল প্রাইভেট কারের সাই সাই আওয়াজ কানে নিয়ে হাঁটতে হবে মাইলের পর মাইল ? কোনো পাবলিক সার্ভিস কি পাবো ? অথবা নৌকা ? অথবা রিকশার জন্য আলাদা কোন লেন ? সকল সৌন্দর্য অক্ষুন্ন রেখে আমাদের মতো সাধারন মানুষদের জন্য যাদের গাড়ি নেই , প্রতিদিন সি এন জি করে বাসায় ফেরার সাধ্য নেই তাদের জন্য কি কিছুই করা যায়না ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।