আমাদের কথা খুঁজে নিন

   

হাতিরঝিল লেকের পাড়ে এক বিকেলে

নিপুণ লেখনির শাণিত গর্জন...লিখব আজ নিপুণ কথন .. কারওয়ান বাজার থেকে ফিরছিলাম । হাতে প্রচুর সময়, কিন্তু কাজ নেই কোন । ঠিক করলাম হাতিরঝিল এলাকার সুন্দর লেকের পারের নির্মল বাতাসে কিছুক্ষণ হেটে আসা যাক । প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পিছন দিকের লেকের পার দিয়ে হাটা শুরু করলাম । পাশেই দিলু রোডের লেকের পাশের সাদা বাড়িটিতে বছরখানেক আগে এক ছাত্রীকে পড়াতে আসতাম ।

বাড়িটি চোখে পড়তেই আঙ্কেল আন্টীর কথা মনে পড়ে গেলো আর ওর বোনের পিচ্চি ছেলেটার মামা ডাক কানে বাজল । খুব ইচ্ছে করছিল পিচ্চিটাকে দেখতে, কিন্তু কেন যেন গেলাম না । এর চেয়ে লেকের পাড়ে হাঁটতেই বেশী ভালো লাগবে বলে মনে হল । লেকের পাড় ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা । এই সুন্দর রাস্তাটিকেই পীচ বানিয়ে ইটের ওপর স্ট্যাম্প গেরে চলছে ক্রিকেট ।

আশেপাশের বাসা-বাড়ির ছেলেরা দল বেধে খেলতে নেমেছে । এরকম "লেকের ধারে শখের টুর্নামেন্ট" অনেকগুলো দেখা গেলো । একেকটা বাকে একেকটা টুর্নামেন্ট! কিছুক্ষণ ব্যাট করলে মন্দ হতো না । কিন্তু, একজন বহিরাগতকে ওরা কিভাবে নেবে কিংবা আদৌ নেবে কিনা এই ভেবে খেলা হয়ে উঠলো না! ওদিকে লেকের দুই পাশের কচি ঘাসে বসে আছেন অনেকেই । প্রেমিক-প্রেমিকাও দেখা গেলো কিছু ।

অনেকেই অন্তরঙ্গ অবস্থায় । এই বিকেলে এমন দৃশ্য দেখে মোটেই অপ্রস্তুত হলাম না । কারণ, এগুলো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । এমন সময় হঠাৎ করে আকাশ কালো করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হল । খেলা তখনও চলছে ।

অবাক করা ব্যাপার প্রেমও চলছে! আর আমি আগের মতোই হাঁটতে লাগলাম লেকের পাড় ঘেঁষে । এবার উল্টো পথে । এবার যে ক্যাম্পাসে ফেরার পালা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.