এবার আলুর বামপার ফলন হয়েছে কারন অবশ্য বন্যা। যাহোক আমাদের ডকটরেট রা চিনতা করলেন আলু রক্ষা করলে তাদের আলুর দোষে ঘাটতি পড়তে পারে, তাই আলুরে কোলড স্টোরে না নিয়া জমিতে পচতে দেয়া সাথে কৃষকগো পিছনে বৈঠা ঢুকানো মঙলজনক, তাতে অভাব আরো বাড়বে, কৃষক অতিষ্ঠ হবে হামবালীগের ভোট বাড়বে।
কোলড স্টোর বানায়া পয়সা খরচের চে সোনার আগায় বসে হাওয়া খাওয়া আর যারা বসতে না পারবে তাদের জন্য এর চার পাশে মাথা কুটার জন্য রাস্তা নির্মান করাই মঙল।
তাই জোর উদ্যোগে কাজ শুরু করে দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।