আমাদের কথা খুঁজে নিন

   

সামুর সকল ব্লগার ও পাঠক এর আবেগ নিয়া ছিনি মিনি খেলার পর এখন আমার মনে অনেক দুঃখ ও ভয়ঙ্কর ক্ষোভ

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। আজ সকালে ঘুম থেকে উঠিয়া সামুর পাঠক ও ব্লগারদের আবেগ নিয়া ছিনি মিনি খেলিয়া আমি এখন নিরুপায়। আমি আমার এক বন্ধুরকে কইসিলাম সামুতে যে প্রচুর মানুষ আমার লিখা পড়ে ও আমি এক মহান ব্লগার । এখন অর সাথে আমার বাজি হইসে যে এই লিখা পোস্ট করার ৩ ঘন্টার মধ্যে যতজন যতবার পড়বে ততবার সে আমাকে ১০ টাকা করে দিবে। লিখা ১০০ বার পড়া হবার পর প্রতিজন ঢুকলে ৩০ টাকা করে দিবে.। ৩ ঘন্টায় লিখাটি প্রায় ৩৩০ বার পড়া হয়। ফলে আম্র প্রাপ্য টাকার অঙ্ক দাঁড়ায় ৭৯০০/ তে। কিন্তু আম্র সেই বোকা বন্ধু হঠাত সেয়ানা হয়ে গ্যাসে সে আমারে মাত্র ৯০০ টাকা দিসে ভাবসিলাম ১৫০০ টাকা পাইলে গালফ্রেন্ড্রে নুতুন সিম কিন্না দিমু, বর্তমানের সিমে কিছু মানুষ হুদাই কল করে, তা আর হইলো না। কিছু দুর্বৃত্ত ব্লগার এর আন্তরিক অভিশাপে আমি শ্যাষ হয়ে গেলাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.