"অ্যাবসার্ড" প্রিয় নেতা মারা গেছেন
উত্তর কোরিয়ার জনগন স্তম্ভিত
নেতার মৃত্যুর খবরে আবালবৃদ্ধবনিতা কাঁদছে
খবর পাওয়ার পর থেকেই মাহবুব আলীর মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সেটা হল, আমার দেশের কোন সোনার নেতা মারা গেলে কি হবে??
ভাবনার পালে হাওয়া লাগে যখন দেখে বন্ধুবর নাকিব ফেবু স্ট্যাটাস দিসে
"আমরাও কাঁদবো, খুশীতে"
কল্পনাপ্রবন মাহবুব আলী, চোখ বন্ধ করে কল্পনা করে সেই আনন্দ জজ্ঞের
"সকালে ঘুম থেকে উঠে খবর পায় মাহবুব আলী, খুশীর চোটে সাথে সাথে ফেবু স্ট্যাটাস মারে, " ইয়াহু, হালায় মইরা গেসে"
আনন্দের সংবাদ জানানোর জন্য বন্ধুকে ফোন করে , ওপাশ থেকে ডিস্কো ড্যান্স আর হই হুল্লোড় এর আওয়াজ ভেসে আসে, সাথে টুং টাং গ্লাসের শব্দ। খুশীর চোটে বোতল খুইলা বইসে দোস্ত।
বিটিভি খুলে দেখে কালো পর্দা ঝুলানো, কিন্তুক সংবাদ পাঠিকার মুখ হাসি হাসি ভাব। বেসরকারি চ্যানেলে জানতে পারে, সারাদেশে ৩ দিন এর আনন্দ উৎসব ঘোষণা করা হইসে। মসজিদে মসজিদে মিলাদ পরানো হবে।
এতিমখানা এবং জেলখানা এবং হাসপাতালে বিশেস খাবারের আয়োজন করা হয়েছে।
কীভাবে জানি মাহবুব আলীর সব চিন্তা খাওয়া দাওয়া তে গিয়ে ঠেকে। ভাবে মিষ্টি মুখ করবে। মিস্তির দোকানে গিয়ে দেখে মিষ্টি নাই।
কারন কি জিজ্ঞেস করলে উত্তর পায়, সব মিষ্টি বিক্রি হয়ে গেসে,আজকের এই খুশীর দিনে।
পুরা শহর জুড়ে সাজ সাজ রব,দোকানে দোকানে ক্রেতাদের কে ফ্রি আপ্যায়ন করা হচ্ছে।
বাসায় ফিরে ফেবু তে ঢুকে মাহবুব আলী, সাথে সাথে চোখ কপালে উঠে যায় তার। ১০০ লাইক আর সমান সংখ্যক কমেন্ট সবাই অভিনন্দন জানাচ্ছে সবাইকে।
এমত কল্পনা বেলায় সংবাদ পাঠিকার আওয়াজ ভেসে আসে মাহবুব আলী কানে," পরবর্তী নেতা হিসেবে সদ্য প্রয়াত নেতার সুপুত্র কে নির্বাচিত করা হয়েছে। "
আর কল্পনা করতে ভালো লাগে না, ধুর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।