**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** চল না দুজন আজ ছুটে চলে যাই
ঐ সুদূর নীলিমায়,
চেনা এ শহর আর পথ ভুলে
হারিয়ে যাই অচেনা কোন সীমানায়।
যাবে কি বল ঐ মেঘেরই দেশে
থাকবো জড়িয়ে তোমায় গভীর আবেশে।
আর বলব অনেক না বলা কথা
কানে কানে,ভালবেসে।
চল না আজ দিগন্তের কোনে
ঐ সাতরঙ্গা রংধনুটাকে ছুই,
অঝরে ঝরা এই অচেনা শ্রাবনে
তোমার মাঝে যেন আমি হারিয়ে যাই।
আসো না আজ আঁধার রাতের
জেগে থাকা ঐ তারাদের সাথে,
কাটিয়ে দেই মধুর এই রাত
চুপিচুপি নীরবে-নিভৃতে।
হাতে হাত রেখে...
ঐ আলো জ্বালা জোনাকিদের ভিড়ে,
নাম না জানা কত পাখিদের সাথে,
আকাশের কোন মেঘের ভাজে
চল হারিয়ে যাই।
(কবিতা তেমন একটা লিখিনা। আর পারলেই না লিখবো। পারিনা যে!!তারপরও সবার লেখা দেখে একটু ইচ্ছা হল তাই লিখলাম। জানি হয়তো খুব একটা ভালো হয়নি।
হয়ত লিখতে লিখতেই একদিন শিখে ফেলবো। সেই দিনের অপেক্ষায়......) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।