হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
গ্রাম টি ছেড়েছি পঁচিশ বছরেরও বেশি হয়ে গেল, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা ওখানে। বাল্যকালের স্মৃতি বিজড়িত এই গ্রামে সুযোগ পেলেই যাবার চেষ্টা---- একজন বন্ধুর সাথে যোগাযোগের সুবাদে। প্রায় তিন বছর পার আবার ঘুরে এলাম সেখান থেকে......
নদীর নাম তুলশীগংগা-
ধইন্চা ক্ষেত----
পিপাসায় কলের মুখে মুখ লাগিয়ে পানি খাওয়া
তাল গাছ এক পায়ে দাড়িয়ে----
যে রাস্তাটি ধরে নিত্ত যেতাম স্কুলে, অবশ্য তখন এটি ছিল আরও নীচু আর মাটির----সময়ের আবর্তে এটি এখন পিচঢালা...
বন্ধুর দুই ছেলে-মেয়ে:
এরাও আমাদের ভবিষ্যত, এদের জন্যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দ্বায়িত্ব আমাদেরই।
এবং আরো একটি দিনের সমাপ্তি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।