এক টাকার কথা বললে ১৫% ভ্যাট, কিন্তু ৬০০ টাকা ডাক্তারের ভিজিটে কত টাকা ভ্যাট ??? !!! এটা দেখার কি কোন পদ্বতি নাই। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী দীন মোহাম্মদ Dr. Quazi Deen Mohammad (MBBS, FCPS (med), MD (neuro), Fello Neurology (USA) Professor Neurology Dhaka Medical College & Hospital, Dhaka Neurologist & Medicine Specialist বাংলাদেশের সবচেয়ে বড় নিউরোলজিষ্ট কিন্তু উনি কি ভূলে গেছেন ?? যে উনি এ দেশের গরীব মানুষের টাকায় পড়াশুনা করেছেন, তাদেরও অধিকার আছে তার কাছে চিকিৎসা নেয়ার। যাদের প্রথম সাক্ষাতে ৬০০ টাকা এবং পরবর্তী সাক্ষাতে ৪০০ টাকা দেয়ার সামর্থ্য নেই। এই দেশ ওনাকে ডাক্তার হতে সাহায্য করেছে কিন্তু উনি কি তার প্রতিদান দিচ্ছেন ?? তাহলে তো ওনার প্রাইভেট ক্লিনিকে এত ভীর হত না। আজকে ওনার সিরিয়াল নিয়েছি, উনি সিরিয়াল দিয়েছেন ২১ শে মার্চ ২০১২ তে বিকাল ৩ টায় S.P.R.C & Neurology Hospital 135, New Eskaton Road, Dhaka-1000. (Tell: 9339089/9342744) সরকারের এমন কোন ব্যবস্থা যদি থাকত যে প্রত্যেক ডাক্তারের ভিজিট খেকে রাষ্ট্র পাবে ৩০ % তাহলে ৬০০ টাকা ভিজিট দিলেও ভাল লাগত যে এর একটা অংশ রাষ্ট্র পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।