যারা এতদিন ঘুষ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা আরো ২ বছর বেশী ঘুষ খেতে পারবে? বেকার যারা তারা আরো ২ বছর পরে চাকরী পাবে ? আরো ২ বছর পর তারা বিয়ে করবে? এতে অভিভাবকগণ আরো দু:শ্চিস্তায় পরবে? এতে অনেক যুবক/যুবতী নেশা গ্রস্ত হয়ে পরবে? আবার অনেকে ডাকাতী / মাস্তানী শুরু করবে? এ ছাড়া যাদের বয়স বর্তমানে ২৮ তারা জীবনে আর সরকারী চাকরী পাবে না ? গোটা দেশের মধ্যে এক প্রকারের স্ববিরতা বিরাজ করবে? আর চাকরীতে স্ববির/ অপদার্থ/অকমর্ণ্য(সকলে নহে)লোকগুলো আরো ২ বছর সরকারী টাকায় বেতন নিবে? তবে আমার মতে সরকারের হাতে পেনশন দেয়ার মত এত টাকা নেই বলে চাকরীর বয়স বাড়িয়ে কোন রকমে অর্থনৈতিক চাপ সামাল দেয়া হচ্ছে? যা হয়ত পরবর্তি সরকারকে সামাল দিতে হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।