নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন গত রাত্তির যাবৎ গঞ্জিকা বাবা বড় ই চুপ চাপ। ইহা লইয়া ভক্ত কূল বড়ই পেরেশানীর মধ্যে আছে । বাবা তো কখনই এরকম করে না । আজ সকাল হইতে বাবা কেবল মাঝে মাঝে এক ছিলিম টান মারে আর হুইই বলিয়া বিকট আকারে ডেউক ছাড়ে । সেই ডেউকের সাথে কয়েক বর্ষ যাবৎ যে দন্ত কুল ব্রাসের সাক্ষাৎ পায় নাই তাহা ভক্ত গনের নিকট উ্মোচিত হয়।
ভক্ত কুলের মধ্যে মদনা বাবার বড়ই প্রিয় কারন সময়ে অসময়ে দোয়া আর্শীবাদ দেয়ার ছলে উহার সুন্দরী বউখানার মুখ দেখা যায়। সেই মদনা পর্যন্ত আজ গন্ধের চোটে বাবার নিকট যাইতে সাহস পাইতেছে না। গঞ্জিকা বাবার ভক্ত সকলে এদেকে ওদিকে পাল ছাড়া ছাগুর ন্যায় চড়িতেছে আর একেক জন একেক দিকে সন্দেহ করিতেছে।
কেহ কহিতেছে বাবা সকালে টাট্রিখানায় উত্তমরুপে শোচাকার্য না করিবার ফলে এই অবস্থা । কেহ বা কহিল বাবার দিব্য জ্ঞান লাভ করিয়াছে ।
মদনা অনেকক্ষন যাবৎ ভাবিয়া কোন কূল কিনারা না করিতে পারিয়া শেষে বাবার বদনের দিকে তাকাইয়া কহিল, মনে হয় ইহা মনস্তাত্বিক কোন বিষয় ।
উপস্থিত ভক্তকূলের অধিকাংশ তাহার কথা বুঝিতে না পারিয়া হা করিয়া রইল, যাহারা মোটামোটি ক অক্ষরে গো মাংষ তাহার বুঝিল বাবার শক্ত কোন ব্যামো হইয়াছে । ক্যাবলাকান্ত কিছূ বলিতে গেছিল কিন্তু জনতার কোলাহলের চাপে পরিয়া তাহার কোন বাক্যই আর কারও কান পর্যন্ত পোছাইল না। কথা এক কান দুই কান হইতে হইতে চাউড় হইয়া গেল । যে বাবা মৃত্যুশয্যায় উহার মৃগী ব্যারামের ন্যায় শক্ত একখান ব্যামো হইয়াছে ।
কিয়ৎক্ষন পরেই বাবার ভবলীলা সাঙ্গ হইবার উপক্রম । ভক্তগনের মধ্যে প্রবল উৎসাহিত চ্যালারা দ্রুত খাটিয়া লইয়া আসিল । কেহ কেহ ইহা লইয়া বিতর্ক শুরু করিল যে ইহা ষরযন্ত্র মূলক কর্মকান্ড বাবা এভাবে তারা যাইতে দিতে পারে না।
এই নিয়া দুইটা পক্ষ হইয়া গেল এক পক্ষ কিছু না বুঝাইয়া মদনাকে টানিয়া লইয়া গেল। দুই পক্ষ একে অন্যকে ফাড়িয়া ছিড়িয়া ফেলিবে এ ওর াল ছিড়িবে বলিয়া টানা হ্যাচড়া শুরু করিল ।
দেখিতে দেখিতে বাবার আস্তানা সুন্ধ উপসুন্ধের লড়াইয়ে কুরুক্ষেত্র পরিনত হইল। বেশ কিয়ৎক্ষণ লড়াই চলিবার পর দেখা গেল কাহার ধুতি কাহারও গলায়, কাহারও জুতা কাহার ফিতা ছিড়িয়া তলোয়ার হইয়া এদিক ওদিক পরিয়া রইয়াছে ।
এসব দেখিয়া ক্যাবরাকান্ত দৌড়াইয়া গিয়া গঞ্চিকা বাবার নিকট অদ্যোপন্ত ঘটনার বর্ননা দিল । শুনিয়া বাবার ডেউকের পরিমান এতই বাড়িল যে তিনি চেচাইয়া কহিয়া উঠিলেন । ছুটিছেড়ে আমার গলার কাটা খানা ছুটিয়াছে ।
তাহার এই চিৎকার শুনিয়া ভক্তকুল ছুটিয়া আসিল । ক্যাবলাকান্তর নিকট ঘটনার বিবরন শুনয়া সকলে একে অন্যকে দোষারুপ করিতে লাগিল । মদনা কিয়ৎক্ষন গম্ভীর থাকিয়া কহিল আমিও এই রুপ ভাবিয়া ছিলাম।
আমরা সবাই এই রুপ ভাবি । কিন্তু কাজের আগে নয় পরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।