আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার মধ্যম জনপ্রিয় কিছু খাবার এবং তাদের চেহারা, চেখে দেখতে পারেন

যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... আমার কয়েক বছরের ঢাকা থাকার পর যেসব খাবার এখনও মনে লেগে আছে বা প্রাই খাই বা খেতে চাই তেমন কিছু খাবারের নাম দিলাম। খাবার গুলো ঢাকার শীর্ষ জনপ্রিয় না হতে পারে কিন্তু কম জনপ্রিয়ও নয়, চেখে দেখুন, এবং আমাদের জানান। এই পোস্টে অনেক ব্লগার নিজেদের ছবিও সেয়ার করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ১. এরাবিয়ান শর্মা - শর্মা হাউজ, বনানি [দামঃ ১২০টাকা] ২. মাসালা ডোসা - বসুন্ধরা সিটির যেকোনো দোকান [দামঃ ১২০টাকা] ৩. বিফ চিজ বার্গার - আমেরিকান বার্গার [দামঃ ১২০টাকা] ৪. তেহারি - নীলক্ষেতের যেকোনো দোকান [দামঃ ৬০ টাকা] ৫. ফ্রাইড চিকেন- মল্লিকা, গুলশান-১ [দামঃ ১০০টাকা] ৬. বার-বি-কিউ চিকেন - এবাকাস, গুলসান/ধানমণ্ডি [দামঃ ২৭০টাকা] ৭. দই ফুচকা -নিউ মার্কেট [দামঃ ৭০টাকা] ৮. স্পেশাল নুদুলস, হাজি রেস্তোরাঁ, নাখালপাড়া [দামঃ ১৪০টাকা] ৯. খাসির রান - স্টার কাবাব [দামঃ ২৩০ টাকা] ১০. মালাই চা -বালুর মাঠ, মিরপুর ১৪ ১১. রাজকাচুরি, আরএফসি প্লাস, তালতলা [দাম ৬০ টাকা] ছবি সংগ্রহঃ শিপু ভাই ১২.রিব আই স্টেক, স্টেক হাউজ, গুলশান ২, [দামঃ ৮৭০ টাকা] ১৩. ফালুদা, সুবাস্তু শপিং কমপ্লেক্স, ঢাকা [দামঃ ১৪০ টাকা] ১৪. পেরি পেরি ক্লাসিক মিল, নান্দুস, ঢাকা [দামঃ৩৪৫টাকা] ছবি সংগ্রহঃ তাসনুভা বিপা ১৫. কেশোনাট সালাদ, চায়না কিচেন [ দামঃ ৩৬০ টাকা] ছবি সংগ্রহঃ তাসনুভা বিপা ১৬. গোয়া লেমন, নান্দুস, ঢাকা [দামঃ১৯০টাকা] ছবি সংগ্রহঃ তাসনুভা বিপা ১৭. অমু রাইস, সুপ্রিম ডাইনারস, মিরপুর১ [ [দামঃ১২০টাকা] ছবি সংগ্রহঃ অর্ফিয়াস এই পোস্ট টি এডিতব্য। অচিরেই আরও ছবি যোগ করব। দামগুলো পরিবর্তনশীল। সবগুলা ছবি আসল খাবারের সাথে মিল্বে না কারন যেসব ছবি আমার কাছে ছিলোনা সেগুলর মত দেখতে কিছু ছবি নেট থেকে নিয়েছি। ** এই পোস্টে অ্যাড করার মত কোন ছবি থাকলে আমাকে জানান, বিনা বিলম্বে অ্যাড করা হবে। এই আইডিতে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।