আমাদের কথা খুঁজে নিন

   

বেহাত সেই বিপ্লব আজকের নতুন পর্বের মুক্তিযোদ্ধা জনগণের হাতে আসুক

যারা বলে মুক্তিযুদ্ধ অতীতের ব্যাপার, যারা বলে মুক্তিযুদ্ধ শেষ হইছে '৭১ সালে, যারা '৭১-কে গন্ডগোলের বছর বলে; যারা বলে এখন দেশের সমস্যা কেবলমাত্র দুর্নীতি, এসিড সন্ত্রাস, সড়ক দুর্ঘটনা- এইসব; অর্থনৈতিক শোষন-লুটপাট, শ্রেনী-লিঙ্গ-বর্ণ-ইত্যাদি বৈষম্য যারা না দেখার ভান করে; যারা দেশকে সাম্রাজ্যবাদি বহুজাতিকের মৃগয়ায় পরিনত করছে এবং করতেছে; যারা জনগণের সম্পদ, সংস্কৃতি ও সার্বভৌমত্বের বিনিময়ে দেশে এবং বিদেশে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়তেছে- তারাই আজকের দিনে বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। আজকের রাজাকার। সেদিনের এবং আজকের রাজাররা, আধিপত্যশালী মিডিয়া, শিক্ষাব্যবস্থা, 'সুশীল'বুদ্ধিজীবীতা আজকের এই সত্য আড়াল কইরা রাখতে চায়। মুক্তিযুদ্ধ একটা চলমান ব্যাপার। তার নতুন পর্ব শুরু হইছে। শোষন-বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যুদ্ধ '৭১-এ শুরু হইছে মাত্র। বেহাত সেই বিপ্লব আজকের নতুন পর্বের মুক্তিযোদ্ধা জনগণের হাতে আসুক। '৭১-এর মুক্তিসংগ্রামীদের অভিবাদন।আজকের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.