স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত। শতাব্দী থেকে সহস্রাব্দের পথে যাত্রা করেছে সময়, পথিক ছুটেছে সময়ের সাথে; দেখে সময় বিসময়! সময় চলেছে জলের সাথে একটু থেমে একটু জিরিয়ে, পথিক ছুটেছে ধূমকেতু হয়ে দমকা হাওয়ায় মেঘ উড়িয়ে। যেখানে থেমেছে পথিক সেখানে দেখেছে মহাকাল, যার হাতে বালুঘড়ি আর দৃষ্টিতে অগ্নিশিখা। চোখের পলকে ছায়া মাড়িয়ে তারা করছে সময়; অপেক্ষায় শুধু কখন সন্ধ্যা নামে আর কান্ত পথিকের চোখে আসে ঘুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।