ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল দলীয় সংসদ সদস্য শতাব্দী রায় শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদের (এসএসডিএ) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তৃণমূলের ভেতরে এ ঘটনাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
তবে শতাব্দী নিজে অবশ্য দাবি করেছেন, ব্যস্ততার কারণে নিজেই ওই পদ থেকে সরে গেছেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর তৃণমূল দলীয় সংসদ সদস্য সোমেন মিত্রের এলাকায় এক রক্তদান শিবিরে যারা প্রকাশ্যে দলের সমালোচনা করেছিলেন তাদের সবারই কড়া বার্তা দেয়া হয়েছে। সে দিনের ঘটনার জেরে এক মেয়র পারিষদকে সরিয়ে দেয়া হয়েছে।
পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে তিন সংসদ সদস্য কুণাল ঘোষ, তাপস পাল ও শতাব্দীকে।
এ ব্যাপারে শতাব্দী বলেন, 'এখন যাত্রাপালার মৌসুম। সেখানে ব্যস্ত থাকার কারণে আমার পক্ষে ওই পদের দায়িত্ব নেয়া সম্ভব হচ্ছিল না। তাছাড়া আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। সেখানে লড়তে হলে ওই দুইটি পদ থেকে আমাকে ইস্তফা দিতেই হতো।
বিষয়টি আমি মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই জানিয়েছিলাম। '
উল্লেখ্য, শতাব্দীর জায়গায় এসএসডিএ-র চেয়ারম্যান করা হয়েছে বোলপুরের বিধায়ক, রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।