আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে আসছে লোহানের প্লেবয়! (ভিডিও) -প্রআলো এই খবর দিতে পারলে ব্লগ কি দোষ করল?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রথমেই হাসিনার প্রথম আমলের (১৯৯৬-২০০১ তার সমর্থক কয়েকটি পত্রিকার কিছু খবরের নমুনা দেখি; হাঙ্গেরী নীল ছবি নির্মাণের স্বর্গঃসালমান দরবেশের দৈনিক মূক্তকন্ঠ ইউরোপের হাঙ্গেরীতে এই ধরণের পর্ণগ্রাফি ছবির জন্য উপযোগি পরিবেশ তথা সরকারী আইনের শিথিলতা, প্রচুর অভিনেত্রী-অভিনেতা প্রাপ্তির সাবলীল বর্ণণা। ফরাসী সুইঙ্গার্স ক্লাবের বর্ণণাঃ আতিকুল্লাহ খানের দৈনিক জনকন্ঠ ফ্রান্সের একটি সুইঙ্গার্স ক্লাবকে নিয়ে চটুল বর্ণণা। যদিও ভাষা শোভন কিন্তু এটা কোনমতেই অপ্রাপ্তবয়স্কদের পড়ার উপযোগী নয়। পিঠের ভাষাঃ দৈনিক জনকন্ঠ মডেল সাদিয়া ইসলাম মৌর ছবিতে পিঠটা অনেক খোলা রেখে এমন ছবি উপস্থাপন করে বলা হয়েছে এভাবে নাকি শাড়ি ও ব্লাউজ পড়লে বাঙালী নারীদের আরো আকর্ষণীয় করে তোলে। স্বভাবতই যৌন সুরসুরী ছাড়া আর কিছু নয়।

তো এই ছিল হাসিনার প্রথম আমলে তার সমর্থক পত্রিকাদের হাল হকিকতের সামান্য অংশ। এখানে কোন দোষ আওয়ামী-বাকশালী গং পায় নি। কিন্তু সমস্যা হয়েছে হাল আমলের ব্লগ ও ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। আলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ব্লগের সামান্যতম ভাল দিক না দেখে এটাকে একতরফা ভাবে বলে দিলেন যে ব্লগ জগত নাকি পর্ণগ্রাফি! বর্তমান মহাজোট সরকার বাংলাদেশের কি হাল করেছে সেটার দোষ ঢাকতে যে সরকার মরিয়া তারই ক্রোধ ঝাড়লেন আশরাফ ব্লগের উপর। তাদের এই চরিত্র সেই ১৯৭৫ সাল হতেই যখন মাত্র ৪ টি সরকারী পত্রিকা রেখে বাকী সব নিষিদ্ধ করেছিল।

একদলীয় বাকশাল। যেখানে ভিন্নমত ও ন্যায্য সমালোচনা সহ্য করা হত না। আজকে সারা বিশ্ব অন্তত সাইবার জগতে কত অগ্রসর হয়েছে এ নিয়ে জেনেও না জানার ভান করেন আশরাফ গংরা। যে দেশের প্রধান দৈনিক প্রথম আলো হলিউডের কোন নায়িকা নগ্ন হয়ে প্লেবয় ম্যাগাজিনে পোজ দিয়েছে এটা এখন সংবাদ আইটেম করে; বাজারে আসছে লোহানের প্লেবয়! (ভিডিও) Click This Link যেখানে যৌন আবেদনময়ী ছবিতো বটেই খবরের ভিডিও লিংক বিদ্যমান। তাই কিছু ব্লগার যদি ১৮+(ঘৃণা, সহিংসতা ব্যাতীত) পোষ্ট দেয় তার জন্য ১০০% ব্লগার তথা ব্লগ কিভাবে খারাপ হয়? কোন বিবেকবান মানুষ এভাবে একতরফা ব্লগসমূহকে দোষ দিতে পারে না।

কিন্তু আশরাফ গং জাতে মাতাল তালে ঠিক। তথা শিয়ালের মত আঙুর ফল টক! কিন্তু আশরাফ ও তার আওয়ামী-বাকশালী গং ভুলে যায় যে অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.