.... বাজারে আগুন -ওমর ফারুক আজব শহর একটি ঢাকা কচুটাও পঞ্চাশ টাকা এই শুনে হাউ মাউ সত্তর টাকায় একটি লাউ ভানু মতির দেখছ খেল একশ আশি টাকায় সরিষার তেল মজা কিছু পাচ্ছ টের দেড়শ টাকা ডালের সের সস্তা শুধু একটু নুন ষাট টাকায় তাল বেগুন নাগালে আছে মোবাইল সিম নাগালের বাহির তরকারি শিম এই সব শুনে পাচ্ছে হাসি শষার দাম হলো আশি সাধু বাবা ধরছে বেশ এক কুড়ি কৈ পাঁচশ তেইশ শুনবে কি আর ভাই ঢাকার হাল পঞ্চাশ টাকা এক কেজি চাল তিতুমীর কলেজ, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।