নিজেরে খুব বিচ্ছিন্ন মনে হয় বলে সবার সাথে যুক্ত হবার আকুতি জানাই
এফবিসিসিআই-এর নতুন সভাপতি ব্যবসায়ী আনিসুল হককে টেলিভিশনের পর্দায় দেখা গেল। দেখা গেল তিনি আরো কিছু ব্যবসায়ী নেতাকে নিয়ে বাজার পরিদর্শন করছেন। এই ব্যবসায়ীকে কেউ কখনো বাজারে দেখেছেন? কি চমৎকার চমক দিলেন রোজার প্রথম দিন বাজারে এসে। আগে পেছনে সাংবাদিকদের নিয়ে, যাদের খবর দিয়ে আনা হয়েছে, আনিস সাহেব বাজারে জিনিশপত্রের দাম বাড়ছে কিনা তা মনিটর করছেন। এতে করে তার আরেক ধরনের পরিচিতি, প্রচার এবং সুনাম তৈরী হলো হয়তো, তবে দাম কমবে এমন আশা আমার নেই। কোনো নির্বোধ তা করেন না। এই ব্যবসায়ীরা গার্মেন্টসের শ্রমিকদের বেতন দেন না, ঈদের আগে তারা দেনদরবার করছেন শ্রমিকরা বোনাসের দাবিতে আবারো ক্ষিপ্ত হয়ে হামলা করলে যেনো পুলিশ প্রোটেকশন পান তার জন্য। মানুষ ঠকাচ্ছেন, আর মানুষের দুর্দিনে বাজারনে গিয়ে তামাশা দেখাচ্ছেন। কি চমৎকার! এদেশেই সম্ভব এমনটা। খাবার কিনতে না পেরে সংসারের সদস্যদের সামনে অসহায় মানুষ কেমন লাগছে এই তামাশা? আপনারা কি ভুলে গেছেন সেই বিখ্যাত সিন্ডিকেটের কথা যারা টাকা কামিয়ে লাল হয়েছেন আর দারিদ্র্যসীমার নীচে নেমে গেছেন আরো কোটি মানুষ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।