আমাদের কথা খুঁজে নিন

   

অধ্যাপক কবির চৌধুরি, কাইয়ুম চৌধুরি, রাজাকারদের অজানা তথ্য ।

অধ্যাপক কবির চৌধুরি বিষয়ে সকল অজানা তথ্য । সবার আগে কবির চৌধুরির ভাইদের সম্পর্কে কিছু বলে নেই । কবির চৌধুরি আরও ২ ভাই আছে । বড় ভাই কাইয়ুম চৌধুরি যিনি ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন । তিনি সে সময়ে কর্নেল পদে দায়িত্বরত ছিলেন ।

যুদ্ধপরবর্তি সময়ে তিনি পাকিস্থানে চলে যান এবং এখনও তিনি সেখানেই অবস্থান করছেন । বুঝতেই পারছেন বাংলাদেশে জন্ম নিয়ে কেমন নরপিসাচ হয়েছিলেন তিনি । কবির চৌধুরির আরেকভাই মুনীর চৌধুরি । পাকিস্তানের পক্ষে যে ৩১ জন বুদ্ধিজীবি স্বাক্ষর দিয়েছিলেন মুনীর চৌধুরি সেখানে ছিলেন প্রথম । মুনীর চৌধুরীর সই ছিল।

কিন্তু তিনি প্রানের ভয়ে রাজী হয়েছিলেন। কিন্তু এটা যে তার মনের কথা ছিল না সেটা তিনি জীবন দিয়ে প্রমান করে গেছেন। (ব্লগার চারু_চারবাক বলেছেন ) এবং সঠিক তথ্য দিয়েছেন বলেই সংশোধন করলাম । অধ্যাপক কবীর চৌধুরীকে নিয়ে কিছু কথা : পারিবারিকভাবে তার অন্য ২ ভাইয়ের মত তিনি স্বধীনতাবিরোধি হিসাবেই পরিচিত । কিন্তু আওয়ামিলীগ করলে আপনি যুদ্ধঅপরাধি বা মানবতাবিরোধি অপরাধারের আওতায় পরবেন না তিনিও সেই সুবিধাভোগি ।

মুক্তিযুদ্ধ চলাকালিন পর্যন্ত অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন । গুপ্তচর আর অনুচর যাই বলুন না কেন তিনি স্বাধীনতার আগ পর্যন্ত সেই দায়িত্ব সফলতার সাথে পালন করেন । ১৯৭১ সালের ১৭ই মে পাকিস্তানি পত্রিকায় তিনি একটি বিবৃতি দিয়েছিলেন । এতে তিনি মহান মুক্তিযোদ্ধাদের ভারতীয় দালাল বলে অভিহিত করেছিলেন । আর পাকিস্তানের সংহতি রক্ষার কথা তিনি বলেছিলেন ।

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্ররা লেখাপড়া বা খেলাধূলায় ব্যস্ত ছিলো না। তা ছিলো বাংলাদেশ মুক্তি ফৌজের প্রশিক্ষণ কেন্দ্র, তালো মেশিনগান, মর্টার ইত্যাকার সমরাস্ত্রের গোপন ঘাঁটি। আওয়ামী লীগ চরমপন্থীরা এ সহজ সরল আইন সঙ্গত দাবীকে একতরফা স্বাধীনতা ঘোষণার দাবীতে রূপান্তরিত করায় আমরা মর্মাহত হয়েছি। আমরা কখনও এটা চাইনি ফলে যা ঘটেছে তাতে আমরা হতাশ ও দু:খিত হয়েছি। " (দৈনিক পাকিস্তান: ১৭ মে, ১৯৭১) স্বাধীন বাংলাদেশের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত এই পাকিস্তানের দালাল অধ্যাপক কবির চৌধুরি ।

আওয়ামীলীগ ১৯৯৮ সালে তাকে জাতীয় অধ্যাপক ঘোষনা করে । যিনি স্বাধীনতা চাননি তিনি কোনমুখে বললেন যে তার দেহ শহীদ মিনারে রাখা হোক । মিডিয়া যখন তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো অনুষ্ঠান সরাসরি দেখাবে তখন তার কোন অবদানের কথা বলবে ?? বি.দ্র: এসকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগসাইট থেকে সংগৃহিত । যদি আমি ভুল তথ্য কোথাও দিয়ে থাকি তা ধরিয়ে দিলে সংশোধন করব । আর পুরা তথ্যই ভুল এটা ধরিয়ে দিলে সম্পূর্ন পোস্ট আমি সঙ্গে সঙ্গে ড্রাফট করব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.