আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ ৫-০ তে হোয়াইট ওয়াস। বুঝলাম না?

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়। গত ৬ তারিখ গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী পরাজিত হবার পর ব্লগে অনেক পোষ্ট দেখলাম, তাদের মধ্যে বেশীর ভাগ পোষ্টে উল্লেখ করা হয়েছে আওয়ামীলীগ ৫-০ তে পরাজিত হয়েছে। এটার অর্থ কিছুই বুঝলাম না। যারা এই রকম মন্তব্য করতেছে তাদের কাছে প্রশ্ন। আওয়ামীলীগ কি ভাবে বা কোন হিসাব অনুসারে ৫-০তে হেরেছে ? সাম্রতিক দেশে বেশ কয়েটি নির্বাচন হয়েছে।

তার ফলাফলে দেখা যায়। - ১) চট্টগ্রাম সিটি নির্বাচন। - জিতেছে। বি,এন,পি পন্থী (স্থানীয় সরকার অরানৈতিক নির্বাচন ) ২) কুমিল্লাহ সিটি নির্বাচন। - জিতেছে বি,এন,পি বিদ্রোহী প্রার্থী (স্থানীয় সরকার অরানৈতিক নির্বাচন ) ৩) নারায়ণগঞ্জ সিটি নির্বাচ ।

জিতেছে আওয়ামীলীগ পন্থী (স্থানীয় সরকার অরানৈতিক নির্বাচন ) ৪) কাপাসিয়া উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ । (জাতীয় ও রাজনৈতিক নির্বাচন ) ৫) চট্টগ্রামের আনোয়ারা উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ । (জাতীয় ও রাজনৈতিক নির্বাচন) ৬) আব্দুল জলিল মৃত্যুর পর নওগা উপনির্বাচনে বি,এন,পি নির্বাচনের যাবার তো দুরের কথা তারা প্রার্থী পর্যন্ত দেয়নি। এই আসনে বিনা প্রতিদন্ধীতায় জিতেছে আওযামীলীগ ,( জাতীয় ও রাজনৈতিক নির্বাচন) ৭) সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল সিটি নির্বাচন। জিতেছে বি,এন,পি পন্থী ( স্থানীয় সরকার ও অরাজনৈতিক নির্বাচন) ৮) কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ ।

( জাতীয় ও রাজনৈতিক নির্বাচন। ) ৯) সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচন- জিতেছে বি,এন,পি পন্থী। ( স্থানীয় সরকার ও অরাজনৈতিক নির্বাচন) যারা বলেন ৫-০ তে বি্এন,পি জিতেছে বা ৫-০ তে আওয়ামীলীগ হেরেছে তারা আবার ভাল করে হিসাব করে দেখবেন। বড় , জাতীয় ও রাজনৈতিক দলীয় নির্বাচনের ফলাফল বিবেচনার করবো? নাকি স্থানীয় সরকার , নন পলিটিক্যাল ছোট নির্বাচনের বিবেচনা করাবো? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.